Logo
Logo
×

একদিন প্রতিদিন

২৯ নভেম্বর: ইতিহাসের পাতায় আজকের দিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৪২ এএম

২৯ নভেম্বর: ইতিহাসের পাতায় আজকের দিন

ছবি: সংগৃহীত

ইতিহাসের দীর্ঘ পথচলায় প্রতিটি দিনই ধারণ করে নানা ঘটনা, সাফল্য, আবিষ্কার, জন্ম ও মৃত্যু। সেই ধারাবাহিকতায় ২৯ নভেম্বরও মানবসভ্যতার নানা গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মারক। আজ বছরের ৩৩৩তম দিন (অধিবর্ষে ৩৩৪তম)। বছর শেষ হতে বাকি মাত্র ৩২ দিন।

ঘটনাবলি

১৫২০: স্প্যানিশ নাবিক ফার্দিনান্দ মাজেলান নতুন একটি প্রণালি আবিষ্কার করেন।

১৫৯৬: স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ জাতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘোষণা করেন।

১৭৭৫: স্যার জেমস জে আবিষ্কার করেন অদৃশ্য কালি।

১৭৯২: সার্ভেয়ার মি. বেইলি প্রকাশ করেন মার্ক উডের করা কলকাতার সমগ্র নকশা।

১৮৩৯: গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক সম্বাদ রসরাজ প্রকাশিত হয়।

১৮৯৭: ইংল্যান্ডের সারেতে অনুষ্ঠিত হয় প্রথম মোটরসাইকেল রেস।

১৯১০: ট্রাফিক বাতির প্যাটেন্ট নিবন্ধন হয়।

১৯১৩: যুগোস্লাভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে এন্টি-ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয়।

১৯১৮: লিথুয়ানিয়া আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র ঘোষণা পায়।

১৯৩২: সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্সের মধ্যে চুক্তি স্বাক্ষর।

১৯৪৪: আলবেনিয়া নাৎসি দখলমুক্ত হয়।

১৯৪৭: জাতিসংঘ ফিলিস্তিনকে বিভক্ত করার পক্ষে ভোট দেয় এবং জেরুজালেমকে আন্তর্জাতিক নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করে।

১৯৮৮: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি।

১৯৯৪: নেপালে কমিউনিস্ট নেতা মহমোহন অধিকারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান।

১৯৯৬: সীমান্ত সমস্যা নিয়ে ভারত–চীন চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০৪: জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল–২০০৪ পাস হয়।

জন্ম

১৪২৭: চীনের সম্রাট ঝেংটং।

১৮৭৪: অ্যাগাস মোনেশ, পর্তুগিজ স্নায়ুতত্ত্ববিদ।

১৮৯৪: বোরিস পিলনিয়াক, রুশ ঔপন্যাসিক।

১৯০১: মিলড্রেড হ্যারিস, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৩২: জ্যাক শিরাক, ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি।

১৯৩৬: শুভেন্দু চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

১৯৪৪: মানিক সরকার, ভারতীয় বাঙালি বংশোদ্ভূত আমেরিকান অ্যানিমেটর ও লেজার শিল্পী।

১৯৭৩: রায়ান গিগস, ওয়েলসের কিংবদন্তি ফুটবলার।

মৃত্যু

১০৫৮: ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ।

১৬৪৩: ইতালির বিখ্যাত সংগীতজ্ঞ ক্লাওদিও মন্টেভেরদি।

১৮১২: দানবীর হাজি মুহাম্মদ মুহসীন, শিক্ষাব্রতী ও সমাজসেবক।

১৯২৪: ইতালির সংগীত রচয়িতা জিয়াকোমো পুচিনি।

১৯৪৯: রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়।

১৯৫১: প্রমথেশ চন্দ্র বড়ুয়া, ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা।

১৯৮৭: ভাষা আন্দোলনের কর্মী ও রাজনীতিবিদ মোহাম্মদ তোয়াহা।

১৯৯৩: শিল্পপতি জে. আর. ডি. টাটা।

২০০১: বিখ্যাত সংগীতশিল্পী ও গিটারিস্ট জর্জ হ্যারিসন।

ছুটি ও অন্যান্য

প্যালেস্টাইনিদের সঙ্গে বিশ্ব সংহতি দিবস।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম