Logo
Logo
×

পরবাস

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি মনোয়ারুল ইসলাম (বামে) এবং সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার (ডানে)। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) স্থানীয় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভা শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২০২৭ সেশনের জন্য সভাপতি পদে মনোয়ারুল ইসলাম (আজকাল) এবং সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার  (বিএ নিউজ ২৪) পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে আবিদুর রহিম (ফ্রিল্যান্স), কোষাধ্যক্ষে রশীদ আহমদ (ইয়র্ক বাংলা) এবং প্রচার ও দফতর সম্পাদকে মোস্তাফিজুর রহমান (যুগান্তর) নির্বাচিত হন। 

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলে- যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথীর খান ফারুকী(এনটিভি), সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন), কার্যকরী সদস্যে শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা), রওশন হক (প্রথম আলো), ফারুক হোসেন ( ফ্রিল্যান্স )  ও শাহ আহমদ (আওয়াজ বিডি)।  এবার ১১টি পদের বিপরীতে ১৯জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র সাংবাদিক মঈনুদ্দীন নাসের, নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র সাংবাদিক এবিএমসালেহ উদ্দীন ও কমিশনার হিসেবে চৌধুরী এম আলী কাজল  দায়িত্ব পালন করেন।

এদিকে প্রথম পর্বে প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি  মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদারের উপস্থাপনায় এতে কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য জামীল আনছারী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মনোয়ারুল ইসলাম। 

সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ রশীদ আহমদ। 

এ সময় প্রেসক্লাবের সাবেক এবং বর্তমান দায়িত্বশীলরাসহ সাধারণ সদস্যরা বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম