Logo
Logo
×

পরবাস

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

Icon

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ এএম

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রভিন্সে সড়ক দুর্ঘটনায় মিন্টু বিশ্বাস নামে এক বাংলাদেশি নিহত। ছবি: যুগান্তর

দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রভিন্সের পেট্রাসভিল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিন্টু বিশ্বাস নামে এক বাংলাদেশি ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা আবেদ আহমদ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মিন্টু বিশ্বাস সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার গঙ্গানগর এলাকার বাসিন্দা এবং আহত আবেদ আহমেদের বাড়ি কুলাউড়া উপজেলায় বলে জানা গেছে।

জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে মিন্টু এবং আবেদ একটি প্রাইভেট কারে ডিয়ার টাউনের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অপর গাড়ীর সাথে সংঘর্ষে তাদের গাড়ি ছিটকে রাস্তার বাইরে পড়ে যায়। ঘটনাস্থলে মিন্টু বিশ্বাসের মৃত্যু হয় এবং আহত আবেদ আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম