দারুণ ছন্দে থাকা ম্যানচেস্টার সিটির ফুটবলাররা
|
ফলো করুন |
|
|---|---|
পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচ ছিল এটি। তাও আবার আরেক শক্তিশালী ইংলিশ জায়ান্ট লিভারপুলের বিপক্ষে। ম্যাচটা তাই তার জন্য বিশেষ, একইসঙ্গে গুরুত্বপূর্ণ ছিল। প্রিমিয়ার লিগের বিশেষ এই ম্যাচে গার্দিওলার শিষ্যরা তাকে এনে দিল দারুণ এক উপহার।
ইতিহাদ স্টেডিয়ামে শক্তিশালী লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে মানচেস্টার সিটি। এই জয়ের মাধ্যমে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি। টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা এখন ৪ পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে সমান ম্যাচে ১৮ পয়েন্টের সঙ্গে টেবিলের অষ্টম অবস্থানে আছে লিভারপুল।
এদিন ম্যাচের শুরুতে ত্রয়োদশ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন আর্লিং হলান্ড। লিভারপুলের গোলকিপার জর্জি মামারদাশভিলি তার শট রুখে দেন। তবে ২৯ মিনিটে মাতেউস নুনেসের ক্রসে হেডে গোল করে পেনাল্টির হতাশা ভুলিয়ে দেন হলান্ড। চলতি মৌসুমে লিগে নিজের ১৪তম গোলটি করে তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে দূরপাল্লার শটে সিটির ব্যবধান ২-০ করে দেন নিকো গনসালেস। বিরতির পর অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি লিভারপুল। ৬৩ মিনিটে জেরেমি দলের হয়ে ব্যবধান আরও বাড়িয়ে দেন। শেষ পর্যন্ত ঘরের মাঠে ৩-০ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

