আসিফের মন্তব্যের প্রতিবাদে মৌন মিছিল করল ফুটবলাররা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
মৌন মিছিল করেছেন সাবেক ও বর্তমান ফুটবলার, কোচ এবং সংগঠকরা
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সঙ্গীতশিল্পী আসিফ আকবরের ফুটবল ও ফুটবলারদের সম্পর্কে করা ‘অবমাননাকর’ এবং ‘অসম্মানজনক’ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মৌন মিছিল করেছেন সাবেক ও বর্তমান ফুটবলার, কোচ এবং সংগঠকরা। বুধবার (১২ নভেম্বর) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে এ প্রতিবাদী মিছিলটি শুরু হয়।
ফুটবল সংশ্লিষ্টরা আসিফ আকবরের মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন। তারা বলেন, যদি তিন দিনের মধ্যে ক্ষমা না চান, তবে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।
মিছিলটি স্টেডিয়ামের ১ নম্বর গেট থেকে শুরু হয়। এতে অংশ নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি, সাবেক ফুটবলার আব্দুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য, মোহামেডানের কোচ আলফাজ আহমেদ, ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব, আবাহনীর কোচ মারুফুল হক, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কাননসহ শতাধিক ফুটবল ব্যক্তিত্ব।
মিছিল শুরুর আগে আবাহনীর কোচ মারুফুল হক বলেন, ‘যদি আসিফ আকবর তিন দিনের মধ্যে কোনো পদক্ষেপ বা ব্যবস্থা (ক্ষমা চাওয়া) না নেন, তবে আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
আসিফ আকবরের ‘ফুটবলারদের ব্যবহার খারাপ’ মন্তব্যের জবাবে মারুফুল হক বলেন, ‘আমরা যে ভদ্র, সেটা এই শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করব। এখানে অশালীন কোনো কিছু বলা হবে না।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘গতকালও আসিফ আকবর মিডিয়ায় নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, তবে তিনি সরাসরি ফুটবলারদের ব্যবহার খারাপ বলেছেন। বর্তমান এবং সাবেক ফুটবলাররা এটা মেনে নিতে পারছে না। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি যদি ক্ষমা না চান, তবে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।’
উল্লেখ্য, গত রোববার বিসিবি আয়োজিত একটি ক্রিকেট কনফারেন্সে আসিফ আকবর অভিযোগ করেন, ‘ফুটবলারদের কারণে সারা দেশে ক্রিকেট খেলা সম্ভব হচ্ছে না। তারা উইকেট ভেঙে ফেলছে। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ।’

