Logo
Logo
×

ফুটবল

উয়েফার বিরুদ্ধে ‘হাজার কোটি টাকার আইনি লড়াই’ করবে সুপার লিগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

উয়েফার বিরুদ্ধে ‘হাজার কোটি টাকার আইনি লড়াই’ করবে সুপার লিগ

ইউরোপীয় ক্লাব ফুটবলের নিয়ন্ত্রণ নিয়ে নতুন ধরনের সংঘর্ষ এবার আদালতের মঞ্চে পৌঁছেছে। ইউরোপিয়ান সুপার লিগের প্রকল্প পরিচালনা প্রতিষ্ঠান A22 Sports Management আনুষ্ঠানিকভাবে উয়েফার বিরুদ্ধে ৪–৫ বিলিয়ন ইউরো ক্ষতিপূরণের মামলা শুরু করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ হাজার কোটি থেকে ৭০ হাজার কোটি টাকার সমান। এই তথ্য নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ।

২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের বিচারপতি আদালত (CJEU) রায় দিয়েছিল যে উয়েফা ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় একচেটিয়া ক্ষমতা ব্যবহার করছে, যা বাজারে প্রতিযোগিতার বিরোধী। সেই রায়ের ভিত্তিতে নতুন লিগ বা আয়োজকদের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করার কথা ছিল।

কিন্তু A22 অভিযোগ করছে, উয়েফা এখনও পুরনো নিয়ম বজায় রেখেছে এবং ২০২৪ সালে নতুন কিছু বিধি যুক্ত করেছে, যা আদালতের রায়ের পরিপন্থী। তাদের মতে, এই অবস্থার কারণে সুপার লিগ ক্লাবগুলোর আর্থিক ক্ষতি হয়েছে।

২০২৫ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত উয়েফা ও A22 আলোচনা করলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। A22 তখন ‘Unified League’ নামে নতুন একটি প্রতিযোগিতার প্রস্তাব এনেছিল, যেখানে থাকত আধুনিক ফরম্যাট, স্বতন্ত্র পরিচালন কাঠামো এবং ‘Unify’ নামের ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। কিন্তু উয়েফা তাদের অবস্থানে অটল থাকায় আলোচনার পথ বন্ধ হয়ে গেছে।

এই মামলা সফল হলে ইউরোপীয় ফুটবলের ইতিহাসে বৃহত্তম সাংগঠনিক ও অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হতে পারে। ক্লাব প্রতিযোগিতা, আয়-বণ্টন ও কাঠামো—সবই বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উয়েফার বিরুদ্ধে এই ‘হাজার কোটি টাকার আইনি লড়াই’ শুধু একটি মামলা নয়, বরং ইউরোপীয় ফুটবলের ভবিষ্যতের সবচেয়ে বড় সংঘর্ষের প্রতীক হয়ে উঠতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম