সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড আবারও ইতিহাস লিখলেন। ফুলহ্যামের মাঠে সিটির ৫-৪ জয়ের দিনে তিনি করলেন গোল। আর তাতেই প্রিমিয়ার লিগে সবচেয়ে দ্রুত ১০০ গোলের কীর্তি ছুঁলেন। হালান্ড মাত্র ১১১ ম্যাচে এই মাইলফলকে পৌঁছালেন। এত কম ম্যাচে আর কেউ এই অর্জন করতে পারেনি।
২৫ বছর বয়সী নরওয়েজিয়ান এই মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৯ ম্যাচে করেছেন ২০ গোল। তবে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচের আগে তিন ম্যাচ ধরে গোল পাননি। কিন্তু এই ম্যাচে দারুণ ফিনিশিংয়ে ফের গোলের দেখা পেলেন। জেরেমি ডকুর ক্রস থেকে প্রথমার্ধে তার গোলেই শুরু হয় সিটির দাপট।
এই ম্যাচে হালান্ড গোল করলেও তার আরও দু’টি শট পোস্টে লেগে ফিরে আসে। তিনি দুইটি অ্যাসিস্টও করেন। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে তার গোল এখন ১৫। ব্রেন্টফোর্ডের ইগর তিয়াগো আছেন তার পেছনে ১১ গোল নিয়ে।
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়ার পর থেকেই হালান্ড রেকর্ডের পর রেকর্ড গড়ছেন। অ্যালান শিয়েরারের আগের রেকর্ড ছিল ১২৪ ম্যাচে ১০০ গোল। হালান্ড সেই রেকর্ড ভেঙে দিলেন ১৩ ম্যাচ কম খেলে। তবে শিয়েরারের সামগ্রিক ২৬০ গোলের রেকর্ড ধরতে হলে সামনে আরও লম্বা পথ পাড়ি দিতে হবে।
প্রিমিয়ার লিগে তার ১০০তম গোল এসেছে এমন এক সময়ে, যখন এক বছর আগে অনেকেই বলছিলেন হালান্ড নাকি ছন্দ হারাচ্ছেন। কিন্তু তার তথাকথিত খারাপ মৌসুমেও তিনি করেছিলেন ৩৪ গোল। এই মৌসুমেও তিনি আবার ছন্দে। ১৪ লিগ ম্যাচে ১৫ গোল এবং সব মিলিয়ে ১৯ ম্যাচে ২০ গোল।
