Logo
Logo
×

ফুটবল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:১৫ পিএম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ড্র আর ভুটানের বিপক্ষে জয়ে চার পয়েন্ট নিয়ে আগেই শেষ চার নিশ্চিত করল লাল-সবুজের যুবারা। অপেক্ষা ছিল বাংলাদেশ গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল খেলবে নাকি গ্রুপ রানার্সআপ হয়ে। 

মঙ্গলবার সেই সমীকরণ মিলিয়েছে মালদ্বীপ ও ভুটানের ম্যাচ। চার বা তার বেশি গোলে মালদ্বীপ জিতলে বাংলাদেশকে টপকে দ্বীপ দেশটি হয়ে যেত রানার্সআপ। অরুণাচলে তারা জিততে পারেনি, ড্র করেছে ২-২ গোলে। দুই দলের ম্যাচটি ড্র হওয়ায় গোলাম রব্বানীর শিষ্যরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ১৬ মে প্রথম সেমিফাইনাল খেলবে। দুটি সেমিফাইনালই হবে ১৬ মে। ফাইনাল ১৯ মে।

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম