Logo
Logo
×

সরকার

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ফের আবেদন চেয়েছে আইন মন্ত্রণালয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ফের আবেদন চেয়েছে আইন মন্ত্রণালয়

আইন মন্ত্রণালয় আবারও আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য নতুন করে আবেদন আহ্বান করেছে।

সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসব রাজনৈতিক হয়রানিমূলক মামলা দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের আবেদন করতে হবে। আবেদনপত্রে মামলার বর্তমান অগ্রগতি উল্লেখের পাশাপাশি এজাহার ও প্রয়োজনে অভিযোগপত্রের সুস্পষ্ট ফটোকপি সংযুক্ত করে আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হয়েছে।

দেশে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত—বিশেষত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে—বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী ও নাগরিকদের বিরুদ্ধে দায়ের হওয়া হয়রানিমূলক বা কথিত ‘গায়েবি’ মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ হিসেবে আগে থেকেই দেশের বিভিন্ন পর্যায়ের পাবলিক প্রসিকিউটরদের এসব মামলার তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরে এ কার্যক্রম আরও বিস্তৃত করতে জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

এ পর্যন্ত প্রাপ্ত মামলার তালিকাগুলো যাচাই-বাছাই করে জাতীয় পর্যায়ে গঠিত কমিটি অনেক মামলাই প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছে। ইতোমধ্যে প্রায় ২০ হাজার মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম