Logo
Logo
×

সরকার

কেউ ধর্ম অবমাননা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

কেউ ধর্ম অবমাননা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

চরমোনাই মাহফিলে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি: যুগান্তর

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে কেউ ইসলাম অবমাননা করলে তাদের দ্রুততার সঙ্গে আইনের আওতায় নেওয়া হবে। আপনারা দয়া করে কেউ আইন হাতে নেবেন না।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল সদর উপজেলার চরমোনাই মাঠে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন ওলামায়ে কেরামদের নিয়ে ওলামা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, আমি আশ্বস্ত করতে পারি, বাংলাদেশে কেউ কোনোভাবেই ধর্মের অবমাননা করতে পারবে না। আমার বিষয়ে আপনাদের প্রত্যাশা অনেক বেশি; কিন্তু আমার সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা মেনেই আমার কাজ করতে হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

সম্মেলনে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসেবে দেশের শীর্ষ আলেম মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম