Logo
Logo
×

শেষ পাতা

ইউএনওদের দিকনির্দেশনা

আগামী নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ: প্রধান উপদেষ্টা

Icon

বাসস

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আগামী নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ: প্রধান উপদেষ্টা

গণ-অভ্যুত্থান পরবর্তী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার একটা সুযোগ হিসাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এ নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদানকালে এসব কথা বলেন। এ সময় সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ইউনূস আরও বলেন, ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে। অন্য জেনারেশন এ সুযোগ পাবে না। এ সুযোগকে কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব। আর যদি না পারি তাহলে জাতি মুখ থুবড়ে পড়বে। তিনি বলেন, এর আগেও আমরা নির্বাচন দেখেছি। বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে-যে কোনো সুস্থ মানুষ বলবে সেটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে।

তিনি বলেন, আগামী নির্বাচন অন্য সব দায়িত্বের মতো নয়, বরং একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি ভালোভাবে এ দায়িত্বটি পালন করতে পারি, তাহলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্যও ঐতিহাসিক হবে। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলেই সরকার তার দায়িত্বটি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।

আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য। গণভোট সম্পর্কে তিনি বলেন, এর মাধ্যমে আমরা বাংলাদেশকে স্থায়ীভাবে পালটে দিতে পারি। যে নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, তার ভিতটা এর মাধ্যমে গড়তে পারি। গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভোটারদের বোঝাতে হবে যে আপনারা মন ঠিক করে আসুন-‘হ্যাঁ’-তে দেবেন নাকি ‘না’-তে ভোট দেবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম