Logo
Logo
×

প্রথম পাতা

বিচার নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিচার নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া তাৎক্ষণিক ভাষণে তিনি এ বিষয়ে কঠিন প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে তার মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। কাল শনিবার ওই শোক পালিত হবে। এদিন সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ভাষণে প্রধান উপদেষ্টা হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, হাদির স্ত্রী-সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে। এছাড়া হাদির রুহের মাগফিরাত কামনায় আজ সারা দেশে মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও প্রতিবাদের ঝড় নামে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতা রাজপথে নেমে আসে। মিছিলে উত্তাল হয়ে ওঠে সড়ক-মহাসড়ক। হাদির মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষ শোক জানান।

সামজিক যোগাযোগমাধ্যমে শোক : হাদির মৃত্যুর পর রাজনৈতিক নেতা, দল ও সংগঠন নিজেদের ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে পোস্ট দিয়ে শোক জানান। রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, আমাদের এই সহযোদ্ধার মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সর্বস্তরের নেতাকর্মী গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া শোকবার্তায় বলা হয়েছে, মহান আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি রহম করুন এবং শাহাদতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। আমিন।

শোকবার্তায় ছাত্রদল লিখেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ আপনার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসাবে কবুল করুন।

ছাত্রশিবির শোকবার্তায় লিখেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শাহাদতবরণ করেছেন।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন ‘আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!’

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ছাপ্পান্ন হাজার বর্গমাইলজুড়ে আমার ভাইয়ের শহীদি আত্মদান মজলুম এ জনগোষ্ঠীর মুক্তির সংগ্রামে এক অনন্ত প্রেরণার নাম হয়ে থাকবে। জান দেব, তবু জুলাই দেব না। ইনকিলাব জিন্দাবাদ!

ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী তার ফেরিফায়েড ফেসবুক পেজে বলেন, ‘আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগকে কবুল করুন, শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম