Logo
Logo
×

ভারত

মালদ্বীপে মোদি, সম্পর্কে নতুন মোড়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১০:১১ পিএম

মালদ্বীপে মোদি, সম্পর্কে নতুন মোড়

এয়ারপোর্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। ছবি: আল-জাজিরা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদ্বীপ সফরে গিয়ে দেশটিকে ৫৬ কোটি ৬৫ লাখ ডলারের ঋণ সহায়তা ঘোষণা করেছেন এবং দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছেন। 

শুক্রবার শুরু হওয়া দুদিনের এ সফরে মোদি মালদ্বীপের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চাইছেন। 

এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রে চীনের সঙ্গে প্রভাব বিস্তার নিয়ে ভারতের প্রতিযোগিতা চলছে।

গত বছর ভারত-বিরোধী অবস্থান নিয়ে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু নির্বাচিত হওয়ার পর থেকে মালদ্বীপ ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে বলে নয়া দিল্লি উদ্বিগ্ন। ক্ষমতায় এসেই মুইজ্জু প্রথমে চীন সফর করে কূটনৈতিক রীতিভঙ্গ করেছিলেন।

এরপর তিনি মালদ্বীপে মোতায়েন ভারতীয় সামরিক বাহিনীর একটি ছোট দলকে প্রত্যাহারে বাধ্য করেন। এই দলটি দুটি উদ্ধার হেলিকপ্টার ও একটি গোয়েন্দা বিমান পরিচালনা করছিল।


এসব ঘটনায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও, পরবর্তীতে মালদ্বীপের অর্থনৈতিক সংকট মোকাবিলায় ভারত এগিয়ে আসে। পর্যটননির্ভর মালদ্বীপ যখন বৈদেশিক মুদ্রার সংকটে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে ছিল, তখন ভারত আর্থিক সহায়তা দিয়ে সংকট কাটাতে সাহায্য করে।

সম্প্রতি মুইজ্জু তার ভারত-বিরোধী বক্তব্য শিথিল করেছেন এবং গত বছর দুই বার মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্পর্ক পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন। শুক্রবার তিনি জানিয়েছেন, ভারতের এই আর্থিক সহায়তা মালদ্বীপের নিরাপত্তা বাহিনী শক্তিশালীকরণসহ স্বাস্থ্য, আবাসন ও শিক্ষাখাতের উন্নয়নে কাজে লাগানো হবে।

মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে মোদি শনিবার দেশটি ত্যাগ করবেন। এছাড়া তিনি ভারতে বসেই হানিমাধু দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন, যেখানে ভারতের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম