Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র কখনোই পারমাণবিক আলোচনায় আন্তরিক ছিল না: ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

যুক্তরাষ্ট্র কখনোই পারমাণবিক আলোচনায় আন্তরিক ছিল না: ইরান

ছবি: এএফপি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জানিয়েছেন, মার্কিন প্রশাসন কখনোই পারমাণবিক আলোচনায় সত্যিকারের আন্তরিকতা দেখায়নি। জাতিসংঘ সাধারণ সভার পার্শ্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।   

তিনি বলেন, আমাদের এবং আমেরিকানদের মধ্যে আস্থা ভাঙনের প্রাচীর অত্যন্ত উঁচু। আমরা একাধিকবার সমঝোতায় পৌঁছেছি, কিন্তু তা কখনোই মার্কিন পক্ষের দ্বারা গভীরভাবে গ্রহণ করা হয়নি।  

পেজেশকিয়ান আরও উল্লেখ করেন, পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটে, এমনকি একটি সম্ভাব্য ইসরাইলি হামলার আগে, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যথাযথ আন্তরিকতা দেখা যায়নি।

এই মন্তব্যগুলো ইরানের এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার জটিল পরিস্থিতিকে তুলে ধরেছে, যেখানে বিশ্বাস ঘাটতির কারণে আলোচনার ফলপ্রসূতা সীমিত হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম