পারমাণবিক ঢাল ও তলোয়ার শানিত করার নির্দেশ কিম জং উনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
কিম জং উন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পারমাণবিক কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব ধরনের সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ শনিবার জানিয়েছে, পারমাণবিক ‘ঢাল ও তলোয়ারকে’ আরও শানিত করার লক্ষ্যে তিনি এ নির্দেশ দিয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।
শুক্রবার পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা এখন দেশের জন্য ‘মৌলিক সর্বোচ্চ অগ্রাধিকার’।
কেসিএনএর প্রতিবেদনে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমাদের অবশ্যই পারমাণবিক ঢাল ও তলোয়ারকে ক্রমবর্ধমানভাবে শানিত ও নবায়ন করতে হবে। এর মধ্য দিয়ে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থ ও উন্নয়নের অধিকার নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হবে,’ মন্তব্য করেন কিম।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, কয়েক দশক ধরে উত্তর কোরিয়া গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর ফলে প্রতি বছর সর্বোচ্চ ২০টি পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে পিয়ংইয়ংয়ের।
সম্প্রতি সিউল জানিয়েছিল, উত্তর কোরিয়ার কাছে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ঠিক পরই দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কিম জং উন।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী চুং ডং-ইয়ং বৃহস্পতিবার বলেন, মাত্র ১০ থেকে ১২ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তার দাবি, উত্তর কোরিয়ার অন্তত চারটি স্থানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ চালু রয়েছে এবং সম্ভবত সেখানে পারমাণবিক উপাদান জমা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘এখন আর নিষেধাজ্ঞার মাধ্যমে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করা সম্ভব নয়। তবে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা গেলে নিরস্ত্রীকরণ প্রচেষ্টায় অগ্রগতি সম্ভব হতে পারে।’


