Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সামাজিকমাধ্যম ব্যবহার ‘প্রভাব বিস্তার’ করছে ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রে সামাজিকমাধ্যম ব্যবহার ‘প্রভাব বিস্তার’ করছে ইসরাইল

ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার স্বীকার করেছেন যে তার সরকার সামাজিক মাধ্যমকে একটি ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রে দেশটির রাইট-উইং রাজনৈতিক ঘরানার সমর্থন নিশ্চিত করার জন্য।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি

নিউ ইয়র্কে ইসরাইলের কনস্যুলেট জেনারেলে মার্কিন ইনফ্লুয়েন্সারদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বলেন, সামাজিক মাধ্যম ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র … আমাদের ভিত্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রে।’ এই সাক্ষাৎকারের ভিডিও ইনফ্লুয়েন্সার দেব্রা লিয়ার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে।

তিনি টিকটককে উল্লেখ করে বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ক্রয়’ হচ্ছে—যার নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।’ এছাড়া তিনি এক্স (সাবেক টুইটার)-এর কথাও উল্লেখ করেছেন, ‘আমরা এলন মাস্কের সঙ্গে কথা বলতে হবে। তিনি শত্রু নয়, বন্ধু।’


নেতানিয়াহু দাবি করেছেন, টিকটক ও এক্স-এর ওপর প্রভাব অর্জন করা গেলে, ইসরাইল অনেক সুবিধা পাবে।

এরপরের দিনে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা নিশ্চিত করে যে টিকটকের মার্কিন কার্যক্রম একটি আমেরিকান কনসোর্টিয়ামের কাছে হস্তান্তরের চুক্তি জাতীয় নিরাপত্তা অনুযায়ী অনুমোদিত। কনসোর্টিয়ামে থাকবেন টেক কোম্পানি ওরাকল, মাইকেল ডেল, রুপার্ট মারডক ও অন্যান্য।

বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের দীর্ঘদিনের ইসরাইল সমর্থন টিকটকের ওপর কোম্পানির ক্ষমতা ইসরাইলি সরকারের স্বার্থে ব্যবহার হতে পারে।

নেতানিয়াহুর এই মন্তব্য আসে এমন সময়ে, যখন গাজায় ইসরাইলের গণহত্যা যুদ্ধের কারণে দেশটি ক্রমশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত প্রায় ৬৫,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে নেতানিয়াহু প্রায় খালি হলে বক্তব্য দেন, কারণ বহু দেশের প্রতিনিধি ইসরাইলের গাজা অভিযান প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম