Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

ইসরাইলি গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

বহমান চৌবি নামে ইসরাইলের এক ‘গুরুত্বপূর্ণ গুপ্তচর’-এর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তিনি একজন ডেটাবেজ বিশেষজ্ঞ ছিলেন এবং দীর্ঘ সময় ধরে ইসরাইলের গুপ্তচর সংস্থাকে ব্যাপকভাবে সহযোগিতা করে আসছিলেন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে আইনানুগ প্রক্রিয়া শেষে ফাঁসি কার্যকর করা হয়েছে। খবর মেহের’র। 

চৌবি একজন ডেটাবেইস সিস্টেম বিশেষজ্ঞ ছিলেন। একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে তিনি দেশের গুরুত্বপূর্ণ ও টেলিযোগাযোগ-সংক্রান্ত প্রকল্পগুলোতে প্রবেশাধিকার পেয়েছিলেন। 


চৌবি-আসল প্রতিষ্ঠানটির সব প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ ও সার্বভৌম ডেটাবেইসগুলোতে উচ্চপর্যায়ের প্রবেশাধিকার তার কাছে ছিল। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম