সাবেক সিআইএ কর্মকর্তার দাবি
পারমাণবিক অস্ত্রাগারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়েছিল পাকিস্তান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গত কয়েক মাস আগে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের কিরানা হিলে হামলার পর নতুন তথ্য সামনে এসেছে। একধিক ভিডিওতে দাবি করা হয়েছিল, কিরানা হিলে আছড়ে পড়েছিল ভারতীয় মিসাইল। যদিও ভারতীয় সেনা এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। আর দাবি করা হয়, এই কিরানা হিলে পাকিস্তানের পরমাণু বোমার বেশ কয়েকটি থাকে। এই সব জল্পনা-কল্পনার মাঝেই এবার সাবেক সিআইএ কর্মকর্তা জন কিরিয়াকু দাবি করেছেন, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে হস্তান্তর করেছিলেন।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জন কিরিয়াকু এসব কথা জানান।
তিনি জানান, তিনি যখন ২০০২ সালে সিআইএ-র সন্ত্রাস দমন অপারেশনসের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তখন তাকে অনানুষ্ঠানিক ভাবে জানানো হয়েছিল, পাকিস্তানের পরমাণু বোমাগুলো নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র।
তিনি আরও দাবি করেন, তার কার্যকালের সময় পাকিস্তানকে কয়েক মিলিয়ন ডলার দিয়েছিল যুক্তরাষ্ট্র। তার কথায়, পারভেজ মোশাররফকে যুক্তরাষ্ট্র কার্যত কিনে ফেলেছিল। এরই সঙ্গে তার দাবি ছিল, মোশাররফের ভয় ছিল, পাকিস্তানের কট্টরপন্থি জঙ্গিদের হাতে তাদের পরমাণু বোমা চলে যেতে পারে। সেই আশঙ্কা থেকেই নাকি তিনি পাক পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়ে রেখেছিলেন।
কিরিয়াকু বলেন, আমরা লাখ লাখ ডলার সাহায্য দিয়েছি, তা সে সামরিক সহায়তা হোক বা অর্থনৈতিক উন্নয়ন সহায়তা। এবং আমরা মোশাররফের সঙ্গে নিয়মিত দেখা করতাম, সপ্তাহে বেশ কয়েকবার। এবং মূলত তিনি আমাদের যা করতে চেয়েছিলেন তা করতে দিতেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ পাকিস্তান কীভাবে খরচ করেছে, তা তার জানা নেই। কিরিয়াকুর মতে, মোশাররফ একটি ডাবল গেম খেলেছিলেন, সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন এবং ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অনুমতি দিয়ে রেখেছিলেন। সাবেক সিআইএ কর্তার কথায়, পাক সেনাবাহিনীকেও খুশি রাখতে হত মোশাররফকে। পাক সামরিক বাহিনী আল কায়েদার তোয়াক্কা করত না। তাদের চিন্তা ছিল ভারত নিয়ে। তাই সেনাবাহিনীকে খুশি রাখতে এবং কিছু চরমপন্থিকে খুশি রাখার জন্য, মোশাররফকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অনুমতি দিতে হত এবং সন্ত্রাস দমনে আমেরিকানদের সঙ্গে সহযোগিতা করার ভান করতে হত।
সূত্র: হিন্দুস্তান টাইমস
