আফগানিস্তানের বিপক্ষে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি খাজা আসিফের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করেছেন, আফগানিস্তান থেকে সীমান্তপারে অনুপ্রবেশ অব্যাহত থাকলে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
শান্তি আলোচনায় প্রতিশ্রুত, তবে আত্মরক্ষায় পিছপা নয়
ইন্ডিপেনডেন্ট উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তান শান্তিপূর্ণ আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও শত্রুতামূলক কর্মকাণ্ড চলতে থাকলে আত্মরক্ষায় পিছপা হবে না।
তিনি বলেন, ‘আলোচনা ব্যর্থ হলে এবং অনুপ্রবেশ চলতে থাকলে সামরিক পদক্ষেপই হবে শেষ বিকল্প।’
সীমান্তপারের হামলা বন্ধের দাবি
পাক প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, পাকিস্তানের একটাই দাবি—আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসী অনুপ্রবেশ বন্ধ করতে হবে। তিনি জানান, আফগান তালেবান এখনো লিখিতভাবে প্রতিশ্রুতি দেয়নি যে পাকিস্তানে হামলা বন্ধ হবে।
‘আমাদের বার্তা পরিষ্কার—আফগান মাটি যেন পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে ব্যবহার না হয়,’ বলেন খাজা আসিফ। তিনি আরও যোগ করেন, সীমান্তে অস্থিরতা শুধু পাকিস্তানের নিরাপত্তাই নয়, আঞ্চলিক শান্তিকেও বিপন্ন করছে।
কাবুলে ভারতের প্রভাব ও আঞ্চলিক উত্তেজনা
খাজা আসিফ অভিযোগ করেন, কাবুলে ভারতের যথেষ্ট প্রভাব রয়েছে এবং তারা পাকিস্তান-আফগান কর্তৃপক্ষের শান্তি আলোচনাকে ব্যর্থ করতে চায়। তার ভাষায়, ‘ভারত এমন নীতি অনুসরণ করছে যাতে পাকিস্তান সন্ত্রাসবাদের চ্যালেঞ্জে জড়িয়ে থাকে।’
তিনি বলেন, ‘আফগানিস্তানে ভারতের ক্রমবর্ধমান প্রভাব উদ্বেগজনক। তারা শান্তি প্রচেষ্টার সফলতা বাধাগ্রস্ত করতে এবং পাকিস্তানকে অস্থিতিশীল রাখতে চায়।’
আলোচনায় অগ্রগতির সম্ভাবনা আছে
আঞ্চলিক জটিলতা থাকা সত্ত্বেও খাজা আসিফ বলেন, চলমান আলোচনায় অগ্রগতির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
‘আলোচনায় অগ্রগতির সম্ভাবনা কোনোভাবেই অস্বীকার করা যায় না,’ বলেন তিনি, সীমান্ত উত্তেজনা নিরসনে শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করে।


