Logo
Logo
×

আন্তর্জাতিক

নেপালের জন্য হাজার রুপির নোট ছাপাবে চীনা প্রতিষ্ঠান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

নেপালের জন্য হাজার রুপির নোট ছাপাবে চীনা প্রতিষ্ঠান

নেপাল রাষ্ট্র ব্যাংক (এনআরবি) দেশটির এক হাজার রুপির নোট ছাপানোর কাজ দিয়েছে চীনকে। ছবি: সংগৃহীত

নেপাল রাষ্ট্র ব্যাংক (এনআরবি) দেশটির এক হাজার রুপির নোট ছাপানোর কাজ দিয়েছে চীনের একটি প্রতিষ্ঠানের হাতে। চায়না ব্যাংকনোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন ৪৩ কোটি (৪৩০ মিলিয়ন) পিস নোট মুদ্রণের এ চুক্তি পেয়েছে সর্বনিম্ন দরদাতা হিসেবে। 

ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ জানিয়েছে, পুরো প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১৬.৯৮৫ মিলিয়ন ডলার)। 

চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি নোটগুলোর নকশা, ছাপানো, সরবরাহ ও বিতরণের দায়িত্ব পালন করবে। শুক্রবার (৮ নভেম্বর) এনআরবি চায়না ব্যাংকনোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশনকে এ বিষয়ে ‘লেটার অব ইন্টেন্ট’ (চুক্তিপত্রের প্রাথমিক সম্মতি) জারি করেছে।

এর আগে একই প্রতিষ্ঠান নেপালের পাঁচ, দশ, একশ ও পাঁচশ রুপির নোটও মুদ্রণ করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এই চুক্তির মাধ্যমে নেপালের মুদ্রা ছাপানোর ক্ষেত্রে চীনের সঙ্গে আরও একটি নতুন সহযোগিতা হিসেবে দেখা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম