Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রক্রিয়াকে ‘পুনরায় সক্রিয়’ করবে ইউক্রেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রক্রিয়াকে ‘পুনরায় সক্রিয়’ করবে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে, তার দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রক্রিয়াকে ‘পুনরায় সক্রিয়’ করার চেষ্টা করবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে এ ধরনের পরিস্থিতির মধ্যেও আপনার পাশে অবিচল সমর্থন রয়েছে।’

পরে তিনি জানান, বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তার কথা হবে। এ সময় তারা  ইউক্রেনে ‘ন্যায্য শান্তি’ প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করবেন।


জেলেনস্কি বলেন, ‘আমার মনে হয় (এরদোগানের সঙ্গে বৈঠক) একটি ফলপ্রসূ আলোচনার জন্য যথেষ্ট হবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের কাছে যুক্তরাষ্ট্রের কিছু অবস্থান ও সংকেত এসেছে, আগামীকাল দেখব।’ তবে এ বিষয়ে  বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান। 

তথ্যসূত্র: রয়টার্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম