Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির বর্ষপূর্তির দিনে লেবাননে নতুন করে ইসরাইলি হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম

যুদ্ধবিরতির বর্ষপূর্তির দিনে লেবাননে নতুন করে ইসরাইলি হামলা

যুদ্ধবিরতির বর্ষপূর্তির দিনে লেবাননে নতুন করে ইসরাইলি হামলা। ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি বাহিনী। খবর এএফপির।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় জেজিন এলাকার আল-মাহমুদিয়া ও আল-জারমায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর অস্ত্র মজুত ছিল এমন বেশ কয়েকটি উৎক্ষেপণ স্থাপনা, সামরিক চৌকি এবং অস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সামরিক সক্ষমতা ধ্বংসে এই হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, আমাদের রাষ্ট্রের জন্য যে কোনো হুমকি নিশ্চিহ্ন করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এক বছরের বেশি সময় ধরে চলা উত্তেজনা থামানোর লক্ষ্যে ২০২৪ সালের ২৭ নভেম্বর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরাইল। সেই হামলার বর্ষপূর্তির দিনে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরাইল।

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বারবার হামলা চালিয়েছে ইসরাইল। অধিকাংশ ক্ষেত্রে ইসরাইলি বাহিনী বলছে, হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে; যাতে গোষ্ঠীটি পুনরায় অস্ত্রশস্ত্র জোগাড় করতে না পারে।

চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে তাদের বাহিনী লিতানি নদীর উত্তর দিকে—যা ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে—সরিয়ে নিতে হবে এবং সেখানে তাদের সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে।

লেবাননের সরকারের এক পরিকল্পনা অনুযায়ী, দেশটির সেনাবাহিনীকে চলতি বছর শেষের আগেই দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহর সব সামরিক অবকাঠামো অপসারণ করতে হবে। এরপর দেশটির অন্যান্য অংশেও এই প্রক্রিয়ার বাস্তবায়ন শুরু করার কথা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম