Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্যে কী?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্যে কী?

পাকিস্তান থেকে দূতাবাস তুলে দেবে ফিনল্যান্ড। সংগৃহীত ছবি

পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে অবস্থিত দূতাবাস ২০২৬ সালের মধ্যেই তুলে দেবে ফিনল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা ‘কার্যক্রমগত ও কৌশলগত কারণ’ বিবেচনায় ওই তিন দেশে দূতাবাস রাখতে চায় না। খবর আরব নিউজের।

ফিনল্যান্ডের সরকার শনিবার (২৯ নভেম্বর) একটি বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তগুলো দেশটির রাষ্ট্রপতির ডিক্রি দ্বারা কার্যকর হবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘমেয়াদে বৈদেশিক মিশনের নেটওয়ার্ক পুনর্গঠনের অংশ হিসেবে কিছু মিশন বন্ধ করে দিচ্ছে। এ প্রেক্ষিতে ‘ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাসগুলো ২০২৬ সালে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক—দূতাবাস বন্ধের মূল কারণ। লক্ষ্য হলো কূটনৈতিক সম্পদগুলোকে ফিনল্যান্ডের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে কেন্দ্রীভূত করা।

তবে এ নিয়ে আফগানিস্তান, মিয়ানমার ও পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম