Logo
Logo
×

আন্তর্জাতিক

ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন সাবেক এমপি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০১:৪৯ পিএম

ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন সাবেক এমপি

ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন দেশটির সাবেক এমপি স্টেফানো আপুজ্জো। 

শনিবার (২৫ মে) ‘আলজাজিরা প্যালেস্টাইন’-এর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয় ভিডিওটি, যা সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মোবাইল ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে দেখা যায়, রোমে পার্লামেন্ট ভবনের নিম্নকক্ষের জানালা টপকে কার্নিশে নেমে যান সাবেক এমপি স্টেফানো আপুজ্জো। হেঁটে হেঁটে চলে যান ব্যালকনিতে। সেখান থেকে নিজেই ঝুলিয়ে দেন ফিলিস্তিনের পতাকা।

এখানেই শেষ নয়, ব্যালকনি থেকেই চিৎকার করে ঝাড়লেন ক্ষোভ। তিনি বলেন, ‘গণহত্যায় ইতালিয়ান অস্ত্রের যথেষ্ট ব্যবহার হয়েছে, গাজায় মৃত্যু হয়েছে ৩৫ হাজার ফিলিস্তিনির’।

হামাস ইসরায়েল সংঘাত ইতালি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম