Logo
Logo
×

আন্তর্জাতিক

‘গাজায় শিশু হত্যা বন্ধ করুন’ ইসরাইলকে ইতালীয় কোচের বার্তা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১১:০৫ এএম

‘গাজায় শিশু হত্যা বন্ধ করুন’ ইসরাইলকে ইতালীয় কোচের বার্তা

রবার্তো মানচিনি। ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসন ও ফিলিস্তিনি শিশু হত্যার নিন্দা জানিয়েছেন ইতালির জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বর্তমান কোচ রবার্তো মানচিনি।

সৌদি আরব ও ইতালির জাতীয় ফুটবল দলকে কোচিং করানো ৬০ বছর বয়সি এই কোচ এক ভিডিও বার্তায় গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

তার ভাষায়, ‘আমি আশা করি গাজার যুদ্ধ শিগগিরই শেষ হবে। আপনারা সাধারণ মানুষ ও পরিবার এবং এমনকি শিশুদের লক্ষ্যবস্তু করতে পারেন না, যাদের এই সংঘাতের সঙ্গে কোনো সম্পর্কই নেই।’

রবার্তো মানচিনি আরও বলেছেন, ‘এ দুর্ভোগকে গ্রহণযোগ্য করার জন্য কোনো যুক্তিই যথেষ্ট নয়। যুদ্ধ কখনোই সমাধান হতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে নিরীহ মানুষকেই এর সবচেয়ে বড় মূল্য দিতে হয়।’

মানচিনি বর্তমানে ইতালি জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।

এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ঈদুল আজহার পরের দিন অর্থাৎ ৭ জুন ইসরাইলি বিমান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ৭৫ জন নিহত এবং আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। 

রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগসূত্রে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, টানা ২০ মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় এ পর্যন্ত প্রায় ৫৪,৮০০ ফিলিস্তিনি নিহত এবং ১,২৫,৬৫০ জনের বেশি আহত হয়েছেন।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি বলে উল্লেখ করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে। সূত্র: তাসনিম নিউজ

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম