ইসরাইলকে গণহত্যাকারী বলায় প্রিয়াঙ্কার ওপর চটলেন ইসরাইলি রাষ্ট্রদূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:৩৫ পিএম
প্রিয়াঙ্কা গান্ধী ও রিউভেন আজার। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গাজায় ইসরাইলের হামলা নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্ট ভারতীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পোস্টে তিনি ইসরাইলকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে বলেন, দেশটি এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে ১৮ হাজার ৪৩০ জন শিশু।
প্রিয়াঙ্কা অভিযোগ করেছেন, ইসরাইলের অবরোধ ও হামলায় শত শত শিশু অনাহারে মারা গেছে এবং লাখ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। কেন্দ্রীয় সরকারের নীরবতার কড়া সমালোচনা করে তিনি লিখেছেন, ‘এমন অপরাধের বিষয়ে চুপ থাকাও অপরাধ। ইসরাইল যখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তখন ভারত সরকারের নীরবতা লজ্জাজনক।’
তার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজার। এক্সে তিনি লিখেছেন, ‘প্রিয়াঙ্কা গান্ধীর হামাসের প্রচারিত পরিসংখ্যান কেনা উচিত নয়।’ তার দাবি, ইসরাইল ২৫ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং হামাস বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে—যা ‘জঘন্য কৌশল’। তিনি আরও বলেন, গত ৫০ বছরে গাজার জনসংখ্যা ৪৫০ শতাংশ বেড়েছে, তাই এখানে গণহত্যার অভিযোগ ভিত্তিহীন।
প্রিয়াঙ্কার মন্তব্যে বিজেপি ও কংগ্রেসের মধ্যে নতুন রাজনৈতিক তর্কের সূচনা হয়েছে। কংগ্রেস সাধারণত ফিলিস্তিন ইস্যুতে সতর্ক থাকলেও, বিরোধী দলনেত্রী হিসেবে তিনি সরাসরি ইসরাইলি হামলাকে ‘বর্বর’ ও ‘গণহত্যা’ বলেছেন। বিজেপি সরকার ইসরাইলকে কেন যুদ্ধ বন্ধে চাপ দিচ্ছেনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রিয়াংকা। এর আগে গত ডিসেম্বরে ফিলিস্তিন লেখা একটি ব্যাগ নিয়ে সংসদে হাজির হন কংগ্রেসের এই নেত্রী। ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে সমর্থন নেয়ায় তখনও বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সে সময় প্রিয়াঙ্কার বিরুদ্ধে জনতুষ্টিমূলক রাজনীতির অভিযোগ আনে বিজেপির সাংসদরা।
