Logo
Logo
×

আন্তর্জাতিক

৩০৩ কোটি টাকার গোলাপি হীরা উদ্ধার করল দুবাই পুলিশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ পিএম

৩০৩ কোটি টাকার গোলাপি হীরা উদ্ধার করল দুবাই পুলিশ

২৫ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৩০৩ কোটি ৭৫ লাখ টাকা) বিরল একটি গোলাপি হীরা চুরির মাত্র আট ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে দুবাই পুলিশ। খালিজ টাইমস জানিয়েছে, ‘অপারেশন পিংক ডায়মন্ড’ নামের অভিযানে তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তারা এক বছরেরও বেশি সময় ধরে এই পরিকল্পনা করছিল।

হীরাটি আন্তর্জাতিক জেমোলজিক্যাল ইনস্টিটিউটের সনদপ্রাপ্ত, যার খাঁটি মান অত্যন্ত বিরল। এর মতো হীরা পাওয়ার সম্ভাবনা মাত্র ০.০১ শতাংশ।

তদন্তে জানা গেছে, ইউরোপ থেকে হীরা নিয়ে আসা এক ব্যবসায়ীকে ধনী ক্রেতার পরিচয়ে ফাঁদে ফেলে অপরাধীচক্র। বিলাসবহুল গাড়ি ভাড়া, হোটেলে বৈঠক এবং হীরা বিশেষজ্ঞ নিযুক্ত করে তারা বিশ্বাস অর্জন করে। পরে ব্যবসায়ীকে একটি ভিলায় নিয়ে গিয়ে হীরা দেখানোর মুহূর্তে সেটি ছিনিয়ে নেয়।

চুরির খবর পাওয়ার পরপরই দুবাই পুলিশ বিশেষ টাস্কফোর্স গঠন করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তিনজন এশীয় সন্দেহভাজনকে শনাক্ত করে সিআইডি। একাধিক অভিযানে তাদের গ্রেফতার করা হয় এবং ফ্রিজে লুকানো হীরাটি উদ্ধার করা হয়।

হীরার ওজন ২১.২৫ ক্যারেট। ‘ফ্যান্সি ইনটেন্স’ শ্রেণির এই হীরার স্বচ্ছতা ও সিমেট্রি একে অত্যন্ত দুর্লভ করেছে। মালিক দুবাই পুলিশের দ্রুত পদক্ষেপকে ‘অদ্ভুত ও প্রশংসনীয়’ বলে উল্লেখ করেন। তিনি জানান, অভিযোগ জানানোর কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরদিন সকালেই তাকে জানানো হয় হীরা উদ্ধার হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম