গর্ভধারণ শনাক্তে অ্যাপলের এআই মডেলের নতুন সাফল্য
আইটি ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্যবহারকারীর আচরণগত তথ্য বিশ্লেষণ করে গর্ভধারণ শনাক্তে ৯২ শতাংশ নির্ভুলতা অর্জন করেছে অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।
গবেষণাটিতে বলা হয়েছে, ব্যবহারকারীর আইফোন ও অ্যাপল ওয়াচ থেকে সংগ্রহ করা আচরণগত তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল দেয় মডেলটি। এছাড়া সংগৃহীত তথ্য ব্যবহার করে এই মডেল ঘুমের গুণমান, হৃদস্পন্দনের তারতম্য, চলাফেরার ধরণসহ নানা স্বাস্থ্যসূচক বিশ্লেষণ করতে পারে।
‘ওয়েরেবল বিহেভিয়র মডেল’ (ডব্লিউবিএম) নামের এই নতুন এআই সিস্টেম গর্ভকালীন বিভিন্ন শারীরিক পরিবর্তন শনাক্তেও সক্ষম। গবেষকদের দাবি, এটি আগের সেন্সর-ভিত্তিক মডেলগুলোর চেয়েও কার্যকর। প্রায় ২৫০ কোটিরও বেশি ঘণ্টার ওয়্যারেবল ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছে মডেলটি।
গবেষণায় ৪৩০ জন নারীর গর্ভধারণকালীন তথ্য বিশ্লেষণ করা হয়, যাদের কেউ প্রাকৃতিক, কেউ সিজারিয়ান পদ্ধতিতে সন্তান জন্ম দিয়েছেন। অ্যাপল হেলথ অ্যাপ, হেলথকিট এবং হার্ট রেট সেন্সর থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করে একটি ‘প্রেগনেন্সি ডেটাসেট’ তৈরি করা হয়।
গবেষণায় বলা হয়েছে, গর্ভাবস্থার ৯ মাস এবং প্রসব-পরবর্তী ১ মাসকে ‘পজিটিভ সপ্তাহ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে শারীরিক পরিবর্তনের সম্ভাবনা বেশি। অন্য সময়গুলোকে ধরা হয়েছে ‘নেগেটিভ সপ্তাহ’ হিসেবে।
নির্ভুলতা যাচাইয়ের জন্য ৫০ বছরের নিচে ২৪ হাজার অগর্ভবতী নারীর তথ্যও গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গবেষণাপত্রে আরও বলা হয়, অ্যাপল ওয়াচ প্রচুর পরিমাণে র্য-সেন্সর ডেটা সংগ্রহ করে বটে, তবে এই কাঁচা তথ্য বিশ্লেষণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেই জায়গায় কার্যকর হয়েছে এই নতুন মডেল, যা সুনির্দিষ্ট অ্যালগরিদমের মাধ্যমে স্বাস্থ্য-সম্পর্কিত উচ্চস্তরের সূচক তৈরি করে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট 9to5Mac জানিয়েছে, নতুন এই ডব্লিউবিএম মডেল সময়ের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের পরিবর্তন ট্র্যাক ও পূর্বাভাস দিতে সক্ষম, যা ভবিষ্যতের স্বাস্থ্যসেবা প্রযুক্তিতে বড় ভূমিকা রাখতে পারে।
