Logo
Logo
×

ইসলাম ও জীবন

নবীজির দাদার নাম কি আসলেই আব্দুল মুত্তালিব ছিল?

আরাফাত বিন শাহ আলম

আরাফাত বিন শাহ আলম

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:২৬ এএম

নবীজির দাদার নাম কি আসলেই আব্দুল মুত্তালিব ছিল?

নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব—একথা প্রসিদ্ধ। তবে তার মূল নাম আব্দুল মুত্তালিব ছিল না, বরং এই নামেই তিনি সবার মাঝে পরিচিত হয়ে ওঠেন।

এই নামে পরিচিত হওয়ার কারণ

আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম। হাশিমের স্ত্রী সালামার গর্ভেই তৎকালীন কাবার তত্ত্বাবধায়ক আব্দুল মুত্তালিবের জন্ম। তার মা নাম রেখেছিলেন শায়বা। তিনি দীর্ঘদিন মায়ের সঙ্গে মদিনায় বসবাস করেন। 

হাশিমের মৃত্যুর পর তার ভাই মুত্তালিব ভাতিজা শায়বাকে নেওয়ার জন্য মদিনায় আসেন। মায়ের অনুমতিক্রমে শায়বা তার চাচার সঙ্গে মক্কায় চলে আসেন। তারা উটে করে আসছিলেন। চাচার পেছনে উটে বসা ছিলেন ভাতিজা শায়বা। মক্কায় প্রবেশকালে কুরাইশরা বলতে লাগল, মুত্তালিব একটি দাস কিনেছেন। তাদের কথা শুনে মুত্তালিব বললেন, হে অপদার্থের দল! এ আমার ভাতিজা। 

কিন্তু কুরাইশরা শায়বাকে মুত্তালিবের দাস মনে করে ‘আব্দুল মুত্তালিব’ বলে সম্বোধন করতে থাকে। এর অর্থ মুত্তালিবের দাস। তখন থেকেই তার নাম আব্দুল মুত্তালিব হয়ে যায় এবং তিনি এই নামেই পরিচিতি লাভ করেন। (সিরাত ইবনে হিশাম) 

সিরাতে মুস্তাফা-এর বর্ণনা অনুযায়ী, তার নাম ছিল শায়বাতুল হামদ। তিনি চাচার সঙ্গে মদিনা থেকে মক্কায় ফেরার সময় তার পোশাক ছিল ময়লা ও ধূলিমলিন। চেহারাতেও অসহায়ত্বের ছাপ ছিল। লোকজন মুত্তালিবকে জিজ্ঞেস করল, ছেলেটি কে?। 

তিনি লজ্জাবশত জবাব দিলেন, এটি আমার গোলাম। এই কারণে শায়বাতুল হামদ আব্দুল মুত্তালিব নামে প্রসিদ্ধি লাভ করেন। 

মুত্তালিব চাননি যে লোকে বলুক, ভাতিজার পোশাক-পরিচ্ছদ ময়লা, সেদিকে মুত্তালিবের কোনো ভ্রুক্ষেপ নেই। মক্কায় পৌঁছে তিনি ভাতিজাকে উত্তম পোশাক পরিয়ে দেন এবং সবাইকে জানান যে ছেলেটি তারই ভাতিজা। 

তার নাম শায়বা (সাদা চুল) রাখার কারণ হলো, জন্মের সময় তার মাথায় কিছু সাদা চুল ছিল। 

কেউ কেউ বলেন, তার মূল নাম ছিল আমির। 

তার উপাধি ছিল ফাইয়াজ (বদান্যতা)। তিনি উদার মনে সবাইকে দান করতেন, তাই তার এই উপাধি হয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম