Logo
Logo
×

ইসলাম ও জীবন

অন্ধকার ভেদ করে আলোর দিশা ‘নিশীতের নূর’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:০৯ এএম

অন্ধকার ভেদ করে আলোর দিশা ‘নিশীতের নূর’

অন্ধকারে হারিয়ে যাওয়া এক আত্মা, যে ফিরে পেল আলোর দিশা এই আত্মার জাগরণের গল্পই যেন ফুটে উঠেছে তরুণ লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান-এর নতুন বই “নিশীতের নূর”-এ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা বই মেলায়, তারুণ্য প্রকাশনীর আয়োজনে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য লেখক, আলেম, সাহিত্যপ্রেমী ও পাঠকরা। নতুন প্রজন্মের চিন্তা, বিশ্বাস ও নৈতিক জাগরণের প্রতিফলন হিসেবে বইটিকে সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ী বলে অভিহিত করেন অতিথিরা। 

‘নিশীতের নূর’ নামের মধ্যেই লুকিয়ে আছে অন্ধকার ভেদ করে আলোর আহ্বান। বইটির নায়ক এক পথিক, যে হারিয়ে গেছে নিস্তব্ধতার গভীরে। চারপাশে নেমে এসেছে শূন্যতা, আত্মা হয়ে পড়েছে ক্লান্ত ও ক্লিষ্ট। কিন্তু এক অনন্য মুহূর্তে তার অন্তরে প্রতিধ্বনিত হয় এক সুমধুর আজান যা কেবল শব্দ নয়, বরং আল্লাহর রহমতের ডাক, নবজীবনের আহ্বান। এই আজানের ধ্বনি তার অন্তর ভেদ করে আলো ছড়িয়ে দেয় তার অস্তিত্বে, জাগিয়ে তোলে ঈমান ও তওবার দীপ্তি। 

বইটি পাঠকের হৃদয়ে রেখে যায় এক গভীর বার্তা, ‘যখন সব আলো নিভে যায়, তখনও আল্লাহর রহমত আমাদের হৃদয়ে নতুন সূর্যোদয় ঘটাতে পারে।’


রচনার ভঙ্গি, ভাষার শৈলী ও ভাবের গভীরতায় “নিশীতের নূর” কেবল একটি আধ্যাত্মিক উপন্যাস নয়, এটি এক আত্মার পুনর্জন্মের কাব্য। লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান তার লেখনীতে তুলে ধরেছেন তওবা, হিদায়াত, ও আল্লাহভীতির এমন এক বর্ণিল চিত্র, যা পাঠককে অনুপ্রেরণা ও চিন্তার খোরাক জোগায়। 

বইটি ইতোমধ্যেই পাঠকমহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, “নিশীতের নূর” এক নিঃশব্দ বিপ্লব যেখানে আধুনিক তরুণ মন ঈমানের আলোয় খুঁজে পায় নিজের হারানো পরিচয়। 

বইটি পাওয়া যাচ্ছে তারুণ্য প্রকাশনীর নিজস্ব পেইজ ও অফিসে, এছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম ও ওয়াফি লাইফ-এ অর্ডার করা যাচ্ছে। 

একটি বই, একটি জাগরণ, এক আত্মার আলোর পথে ফেরার গল্প ‘নিশীতের নূর’ যেন রাতের নিস্তব্ধতায় ঝরে পড়া এক বিন্দু আলো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম