প্রাত্যহিক ইসলামী লাইভ
জানবো ও জানাবো-ইসলামী সমাধান
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম
শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা।
|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি শুরু হল, প্রাত্যহিক সরাসরি ইসলামিক অনুষ্ঠান জানবো ও জানাবো-ইসলামী সমাধান। এটি নাগরিক টিভিতে প্রতিদিন সকাল ৭টায় সম্প্রচারিত হচ্ছে।
এ অনুষ্ঠানে ইসলাম ও সমসাময়িক সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়। ধর্মপ্রাণ মানুষের ইসলাম বিষয়ক সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া হয় কুরআন মাজিদ ও সুন্নাহর আলোকে।
দেশ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও নূরুন আলা নূর ইসলামিক সেন্টারের চেয়ারম্যান শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা এবং মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। প্রযোজনা করছেন হাসান ওলীদ মাহমুদ।
মাসুম বিল্লাহ মাদ্রাসা বোর্ড থেকে এফ এম, এম এম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি এ (সম্মান), এম এ উত্তীর্ণ হন। উলুমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ২০০২ সালে জাতীয় পর্যায়ে বক্তৃতায় প্রথম পুরস্কার পান। পাক্ষিক সবার খবর তাকে ২০১৭ সালের সেরা ইসলামী আলোচক নির্বাচিত করে। ক্যারিয়ার বাংলাদেশ ২০১৮ সালে লেখক সম্মাননা দেয় তাকে।
মাসুম বিল্লাহ বিন রেজা ইসলামী আলোচক ও উপস্থাপক হিসেবে রয়েছেন বিটিভিসহ আরো ১৪টি টিভিতে। আলোচনা প্রচার হয়েছে প্রায় তিন হাজারটি (টিভি ও রেডিও)। ইসলামী কলাম লেখক হিসেবে শতাধিক লেখা প্রকাশ হয়েছে তার।
