Logo
Logo
×

ইসলাম ও জীবন

দোয়ার গুরুত্ব ও আদব

Icon

আদনান রাফি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দোয়ার গুরুত্ব ও আদব

মানুষ দোয়ার মাধ্যমে তার দুঃখ-বেদনা,

আশা-প্রত্যাশা ও ভালোবাসা নিবেদন করে একমাত্র আল্লাহর দরবারে। দোয়া হলো মুমিনের শক্তিশালী অস্ত্র, আল্লাহর সঙ্গে সম্পর্ক

স্থাপনের শ্রেষ্ঠ মাধ্যম। কুরআনে বলা হয়েছে-‘আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে

সাড়া দিব’।

[সূরা গাফির : ৬০]।

নবী করিম (সা.) বলেছেন, ‘দোয়া-ই ইবাদত’ [তিরমিযি : ৩৩৭২]। যে আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার ওপর অসন্তুষ্ট হন। তাই দোয়া শুধু প্রার্থনা নয়, এটি ইবাদতের অংশ এবং ইমানের প্রকাশ।

দোয়ার আদব

তাওহিদের প্রতি দৃঢ় বিশ্বাস : দোয়াকারীকে একমাত্র আল্লাহর ওপর নির্ভর করতে হবে। তিনি বলেন ‘আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে আহ্বান করে’।

[সূরা বাকারা : ১৮৬]।

ইখলাস : দোয়া যেন একনিষ্ঠভাবে শুধু আল্লাহর উদ্দেশে হয়। [সূরা বাইয়্যেনা : ৫]।

আল্লাহর সুন্দর নামের মাধ্যমে ডাকা : ‘আর আল্লাহরই রয়েছে সুন্দর সুন্দর নাম। সেগুলোর মাধ্যমেই তাকে ডাক’। [সূরা আরাফ : ১৮০]।

প্রশংসা ও দরুদসহ দোয়া : দোয়ার আগে আল্লাহর প্রশংসা ও নবীর ওপর দরুদ পাঠ করা উচিত। [তিরমিযি : ৩৪৭৬]।

কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া : রাসূল (সা.) বদরের ময়দানে এভাবে দোয়া করেছিলেন।

দৃঢ় বিশ্বাস ও একাগ্রতা : মন থেকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ দোয়া কবুল করবেন। [তিরমিযি : ৩৪৭৯]।

ধৈর্য ও বারবার চাওয়া : তাড়াহুড়া না করে বারবার দোয়া করতে হবে। [বুখারি : ৬৩৪০]।

বিনয় ও ভয়-আশার সঙ্গে দোয়া : ‘তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাক’। [সূরা আরাফ : ৫৫]।

হালাল আহার ও পোশাক : হারাম উপার্জনে দোয়া কবুল হয় না। [মুসলিম : ১০১৫]।

ইখলাস, হালাল জীবন, বিনয়, দরুদ ও দৃঢ় বিশ্বাস এ গুণগুলো দোয়াকে করে তোলে কবুলযোগ্য। আল্লাহ বলেন, ‘আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে আহ্বান করে’।

[সূরা বাকারা : ১৮৬]।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম