ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর
‘বাই ওয়ান গেট ওয়ান’ পদ্ধতির ক্রয়-বিক্রয় কি জায়েজ?
আবু সাইদ বাহুবল, হবিগঞ্জ
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রশ্ন: আজকাল দেশের বিভিন্ন অভিজাত দোকান, সুপার শপ, সুপার মার্কেটে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অর্থাৎ একটি কিনলে একটি ফ্রি পদ্ধতিতে ক্রয়-বিক্রয় হয়ে থাকে। ইসলামি শরিয়তে এটা কতটুকু জায়েজ?
উত্তর: বর্তমান যুগে বাজার অর্থনীতির এক বহুল প্রচলিত কৌশল হলো ‘বাই ওয়ান গেট ওয়ান’ বা ‘একটি কিনলে একটি ফ্রি’। ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরা এ ধরনের বিক্রয় প্রচারণা চালান, যাতে একটির দামে দুটি পণ্য পাওয়া যায়। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এটি একটি জনপ্রিয় সেলস প্রমোশন বা বিপণন কৌশল। কিন্তু প্রশ্ন হলো, ইসলামি শরিয়তের আলোকে এ পদ্ধতি বৈধ কি না?
ইসলাম এমন একটি পরিপূর্ণ দ্বীন, যা শুধু ইবাদত নয়, ব্যবসা-বাণিজ্য ও লেনদেনের ক্ষেত্রেও ন্যায়নীতি ও স্বচ্ছতার বিধান দিয়েছে। শরিয়তে ‘বাই ওয়ান গেট ওয়ান’ ধরনের বিক্রয় পদ্ধতিকে ফিকহি পরিভাষায় বলা হয় ‘জিয়াদাহ ফিল মাবি’ অর্থাৎ বিক্রীত পণ্যের সঙ্গে অতিরিক্ত কিছু প্রদান।
এ ব্যাপারে ইসলামি ফকিহদের বক্তব্য স্পষ্ট। প্রসিদ্ধ হানাফি ফকিহ আল্লামা হাসকাফি (রহ.) বলেন, ‘বিক্রীত পণ্যের সঙ্গে অতিরিক্ত কিছু প্রদান করা বৈধ এবং যদি এরূপ চুক্তি সম্পন্ন হয়, তবে বিক্রেতার জন্য তা প্রদান করা আবশ্যক। (আদ-দুররুল মুখতার, পৃষ্ঠা : ৪২৮)।
অতএব, শরিয়তের দৃষ্টিতে বিক্রীত পণ্যের সঙ্গে উপহার বা অতিরিক্ত কোনো জিনিস দেওয়া মূলত জায়েজ। এতে কোনো হারাম বা নিষিদ্ধ দিক নেই যতক্ষণ পর্যন্ত তা ধোঁকা, অন্যায়, বা প্রতারণার মাধ্যমে না হয়।
তবে এ সুযোগে যদি বিক্রেতা পণ্যের গুণগতমান কমিয়ে দেয়, মেয়াদোত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ জিনিস ‘ফ্রি’ হিসাবে চালিয়ে দেয়, অথবা ক্রেতাকে প্রকৃত দামের বিষয়ে বিভ্রান্ত করে তবে তা ইসলামি শরিয়তের দৃষ্টিতে গুনাহ এবং হারাম। কারণ, এর মধ্যে ধোঁকা ও প্রতারণা রয়েছে, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। রাসূল (সা.) বলেছেন, যে প্রতারণা করবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। (সহিহ মুসলিম, হাদিস : ১০২)।
ইসলাম ব্যবসায়ীদের প্রতি সততা, ন্যায়বিচার ও বিশ্বস্ততার আহ্বান জানিয়েছে। বিক্রেতা যদি সৎভাবে বলে, ‘একটি কিনলে একটি উপহার’ এবং প্রকৃত অর্থেই উভয় পণ্য মানসম্মত হয়, তবে এতে কোনো দোষ নেই। বরং এটি হতে পারে এক ধরনের ইহসান (অতিরিক্ত সদাচার) যা ইসলাম উৎসাহিত করে।
কিন্তু যদি ‘বাই ওয়ান গেট ওয়ান’-এর আড়ালে প্রতারণা, দাম লুকানো, মানহীন পণ্য বিক্রি বা ক্রেতাকে ঠকানোর প্রবণতা থাকে, তবে তা হবে গুনাহের কাজ। কারণ, আল্লাহতায়ালা বলেন, ‘ধ্বংস তাদের জন্য, যারা পরিমাপে কম দেয়।’ (সূরা আল-মুতাফফিফীন, আয়াত : ১)।
