Logo
Logo
×

ইসলাম ও জীবন

ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

ঠোঁটে লিপস্টিক থাকা অবস্থায় ওজু শুদ্ধ হবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঠোঁটে লিপস্টিক থাকা অবস্থায় ওজু শুদ্ধ হবে?

প্রশ্ন : ঠোঁটে লিপস্টিক লাগান অবস্থায় ওজু করলে কি ওজু শুদ্ধ হবে?

প্রশ্নকারী : মারিয়া খানম, মতলব, চাঁদপুর

উত্তর : ওজুর যে অঙ্গগুলো ধোয়া ফরজ-সেসব অঙ্গে পানি পৌঁছানো বাধাহীনভাবে নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো পদার্থ যদি পানি পৌঁছাতে বাধা সৃষ্টি করে, তাহলে ওজুর আগে তা দূর করা আবশ্যক; অন্যথায় ওজু শুদ্ধ হবে না।

ইমাম শুরুমবুলালি (রহ.) বলেন, ‘যে বস্তু পানি পৌঁছানোয় প্রতিবন্ধক হয়, যেমন মোম, খামিরা ইত্যাদি ওজু শুদ্ধ হওয়ার জন্য তা দূর করা জরুরি।’-মারাকিল ফালাহ, পৃ. ৪৫।

অন্যদিকে, এমন কিছু যদি থাকে যা পানি পৌঁছানোয় বাধা সৃষ্টি করে না, বরং শুধু তৈলাক্ততার কারণে পানি অঙ্গে স্থির থাকতে দেয় না, তাহলে তা ওজুর জন্য ক্ষতিকর নয়। ইবনে আবিদিন শামি (রহ.) ইমাম মাকদিসি (রহ.)-এর বরাতে উল্লেখ করেন-‘কেউ যদি পায়ে তেল লাগান অবস্থায় ওজু করে এবং পানি ঢালে; তেলের পিচ্ছিলতায় পানি স্থির না থাকলেও ওজু শুদ্ধ হবে।’-রাদ্দুল মুহতার, ১/১৫৪।

সুতরাং, সাধারণ লিপস্টিক, লিপজেল, লোশন, ক্রিম বা তেল যেগুলো পানি পৌঁছানোয় প্রতিবন্ধক নয় এসবসহ ওজু করলে ওজু শুদ্ধ হয়ে যাবে।

তবে খেয়াল রাখতে হবে, বাজারে এখন বিভিন্ন ওয়াটারপ্রুফ লিপস্টিক, নেলপলিশ, আইশ্যাডো, ফাউন্ডেশন ইত্যাদি পাওয়া যায়, যেগুলো ত্বকে একটি স্তর তৈরি করে পানি পৌঁছাতে বাধা দেয়। এগুলো লাগানো অবস্থায় ওজু করলে ওজু শুদ্ধ হবে না।

তথ্যসূত্র : ফাতহুল কাদির, ১/২০, দুরারুল হুক্কাম, ১/১০, আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ১/৫।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম