Logo
Logo
×

জামায়াত

আমরা কারো সঙ্গে আপস করব না: জামায়াত আমির

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম

আমরা কারো সঙ্গে আপস করব না: জামায়াত আমির

বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান। ছবি: যুগান্তর

অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিন হবে। বিষয়টি ভালোভাবে দেখছেন না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে, নির্বাচনে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।

শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় নগরীর চট্টগ্রাম কলেজ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে জামায়াত জোট করবে কিনা, এমন প্রশ্নের উত্তরে শফিকুর রহমান বলেন, আমরা কনভেনশনাল কোনো জোট করব না। কিন্তু অনেকগুলো দল এবং শক্তির সঙ্গে আমাদের নির্বাচনি সমঝোতা হবে।

সন্ধ্যায় নগরীর ফিরোজশাহ এলাকায় আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচন শুধু ভোটাধিকার নয়, এটা একেকটা ভেটো পাওয়ার। এখানে ভুল করা যাবে না। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দিবেন, হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিবেন। আল্লাহ তায়ালার জন্য যারা ঐক্যবদ্ধ হবে তাদের সঙ্গে থাকবেন। আমরা একসঙ্গে থাকব, ইনশাআল্লাহ। আল্লাহর রাজ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আমরা কারো সঙ্গে আপস করব না। এই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামব না।  

রাত ৯টায় নগরীর জিইসি কনভেনশন হলে নির্বাচনে জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে সম্মেলন চলছিল। সেখানে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম