ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এই বাংলাদেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে বগুড়ার মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই প্রিয় মাতৃভূমিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন কায়েম করতে চায়।
জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন, কোনো দলের নয়- উল্লেখ করে তিনি বলেন, এতে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন।
রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে। নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবেন, সুশৃঙ্খল পরিবেশে দেশের যে কোনো স্থানে কাজ করতে পারবে।
দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান জামায়াতের এই নেতা।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী। শাজাহানপুর উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- বগুড়া অঞ্চল টিম সদস্য নজরুল ইসলাম, জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, গাবতলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা নায়েবে আমির আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামানিক, গাবতলী উপজেলা নায়েবে আমির মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক প্রমুখ।
