Logo
Logo
×

চাকরি

৫০তম বিসিএসে প্রিলি’র প্রশ্নে ৬টি বিষয়ের নম্বরে বড় পরিবর্তন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:১০ পিএম

৫০তম বিসিএসে প্রিলি’র প্রশ্নে ৬টি বিষয়ের নম্বরে বড় পরিবর্তন

৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিসেস- বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদশ সরকারি কর্ম কমিশন। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন। 

জানা গেছে, আসছে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নে আসছে ব্যাপক পরিবর্তন। বিজ্ঞপ্তিতেই বিষয়টি জানানো হয়েছে।

বিগত বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নে বাংলা ভাষা ও সাহিত্যের জন্য ৩৫ নম্বর বরাদ্দ ছিল, ইংরেজি ভাষা ও সাহিত্যের জন্য বরাদ্দ ছিল সমান নম্বর। সঙ্গে বাংলাদেশ বিষয়াবলিতে ৩০। সঙ্গে আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বরের প্রশ্ন হতো, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশের প্রতিটির জন্য ছিল ১৫ নম্বর। ১০ নম্বরের প্রশ্ন ছিল নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনায়।

নতুন মানবন্টন অনুযায়ী কমে যাচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলির বরাদ্দকৃত নম্বর। প্রতিটি বিষয় থেকে ৫ নম্বর করে কমানো হয়েছে। নম্বর বেড়েছে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে। প্রতিটি বিষয়ে ৫ নম্বর করে বাড়ানো হয়েছে।

নতুন মানবণ্টনে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্যের জন্য সবচেয়ে বেশি ৩০ নম্বর রাখা হয়েছে। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২৫-২৫ করে নম্বর বণ্টন করা হয়েছে। ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাতে ১০ নম্বর রাখা হয়েছে, বিষয়গুলোর মধ্যে সবচেয়ে কম নম্বর এই বিষয়টিতেই। 

এছাড়া সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- এই প্রতিটি বিষয়ে পরীক্ষা হবে ১৫ নম্বরে। গাণিতিক যুক্তির জন্য ২০ নম্বর বণ্টন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসের এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। ক্যাডার পদের মধ্যে স্বাস্থ্য ৬৫০কে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষার শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে বলে এতে বলা হয়।

এই বিসিএসে অংশ নিতে প্রার্থীরা আগামী ৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন।

এক নজরে ৫০তম বিসিএসের মানবণ্টন— 
১. বাংলা ভাষা ও সাহিত্য: ৩০ (৫ নম্বর কমেছে)
২. ইংরেজি ভাষা ও সাহিত্য: ৩০ (৫ নম্বর কমেছে)
৩. বাংলাদেশ বিষয়াবলি: ২৫ (৫ নম্বর কমেছে)
৪. আন্তর্জাতিক বিষয়াবলি ২৫ (৫ নম্বর বেড়েছে)
৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১০ (বদলায়নি)
৬. সাধারণ বিজ্ঞান: ১৫ (বদলায়নি)
৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: ১৫ (বদলায়নি)
৮. গাণিতিক যুক্তি: ২০ (৫ নম্বর বেড়েছে)
৯. মানসিক দক্ষতা: ১৫ (বদলায়নি)
১০. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: ১৫ (৫ নম্বর বেড়েছে)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম