৫ আগস্টের আগে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেবে না পিএসসি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গত বছরের ৫ আগস্টের আগে তৈরি বা ছাপানো যেকোনো প্রশ্নপত্র ব্যবহার করে বিসিএসসহ নন–ক্যাডার পদে কোনো নিয়োগ পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার পিএসসির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
পিএসসির একটি সূত্র জানায়, বর্তমান কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্টের আগে তৈরি বা ছাপানো কোনো প্রশ্নপত্র বা ম্যানুস্ক্রিপ্ট ব্যবহার করে আর কোনো নিয়োগ পরীক্ষা আয়োজন করবে না কমিশন। পাশাপাশি বিজি প্রেসে আর কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন ছাপানো হবে না বলেও জানানো হয়েছে। পিএসসি চাকরিপ্রার্থীদের অনুরোধ করেছে, কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্যে যেন প্রভাবিত না হন।
এদিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কিছু বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা পিএসসির দৃষ্টিগোচর হয়েছে।
পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। এ ধরনের গুজব বা ভুয়া তথ্য বিসিএস পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত করার জন্য প্রচার করা হচ্ছে, যা থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।
সংবাদমাধ্যমগুলোর প্রতি পিএসসি অনুরোধ জানিয়েছে, সরকারি কর্ম কমিশনের সঙ্গে তথ্য যাচাই না করে বিসিএস পরীক্ষা বা প্রশ্নপত্রসংক্রান্ত কোনো সংবাদ প্রচার না করার জন্য।
