Logo
Logo
×

রাজধানী

লিপিকলার প্রথম বর্ষপূর্তিতে বাংলা টাইপফেস নিয়ে বিশেষ আয়োজন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৮:২৯ পিএম

লিপিকলার প্রথম বর্ষপূর্তিতে বাংলা টাইপফেস নিয়ে বিশেষ আয়োজন

বাংলা অক্ষরের বিভিন্ন নকশা। — ছবি: লিপিকলা

বাংলা অক্ষরের নকশা ও ব্যবহারকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ‘লিপিকলা’ টাইপ ফাউন্ড্রি আয়োজন করছে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘লিপিকলা টাইপটক: ডিসকাসিং বাংলা টাইপফেস’। 

আগামীকাল ১৬ আগস্ট ২০২৫, শনিবার বিকেল ৫টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

লিপিকলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১২টি নতুন বাংলা ফন্ট প্রকাশ উপলক্ষে আয়োজনে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান এবং অনুপম হুদা, নিউএইজের ডেপুটি এডিটর আবু জার মোঃ আক্কাস, শিল্পী আনিসুজ্জামান সোহেল ও আজহার ফরহাদ, ইবিএলআইসিটি প্রকল্পের পরামর্শক মামুন অর রশিদ এবং শিল্পী ও গবেষক সিলভিয়া নাজনীন।

আয়োজকরা জানিয়েছেন, বাংলা ফন্ট নকশা, টাইপোগ্রাফি ও ব্যবহার নিয়ে গভীর আলোচনা হবে এ অনুষ্ঠানে। বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা, গবেষণা ও নকশার নানা দিক তুলে ধরবেন। পাশাপাশি নতুন বাংলা টাইপফেসের সম্ভাবনা এবং ডিজিটাল মাধ্যমে এর বিস্তারের বিষয়েও আলোকপাত করা হবে।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজন করেছে ‘লিপিকলা টাইপ ফাউন্ড্রি’।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম