Logo
Logo
×

রাজধানী

‘জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে মুক্ত পাঠাগার বেশি দরকার’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১১:৩২ পিএম

‘জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে মুক্ত পাঠাগার বেশি দরকার’

জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় মুক্ত পাঠাগার প্রতিষ্ঠা ও প্রকাশনার কোনো বিকল্প নেই। মানুষের বিবেককে সমৃদ্ধ করতে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। মানুষের না বলা ভাষা প্রকাশ করতে, অজানাকে জানতে বই হোক বন্ধুর মতো।

শুক্রবার বিকালে সাহিত্য ও প্রকাশনা সংগঠন ছায়ানীড় এর আয়োজনে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

বক্তারা আরও বলেন, বুদ্ধিবৃত্তিক সমাজ প্রতিষ্ঠায় মুক্ত পাঠাগার ও প্রকাশনা সংস্থার ভূমিকা অনন্য। ছায়ানীড় জন্ম লগ্ন থেকে সেই অনন্য কাজটি নিরলসভাবে করে যাচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আমরা ছায়ানীড়ের সার্বিক সাফল্য কামনা করছি। এ পর্যন্ত ছায়ানীড় থেকে প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান দুলালের ভূমিকা অনন্য। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএমআরসির নির্বাহী সদস্য প্রফেসর ডা. মো. রুহুল আমিন। প্রধান বক্তা ছিলেন ঢাকা ডেলটা মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল দীপক কুমার পাল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, ছায়ানীড়ের উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সৈয়দা রাশিদা বেগম, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী রাশিদা জেসমিন রোজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত গবেষক শিক্ষাবিদ ড. মুহম্মদ শাহজাহান মিয়া।

সংবর্ধিত গুণীজনদের মধ্যে প্রকৌশলী মোস্তফা আনোয়ার, হাজী মোহাম্মদ রেজাউল কবির সেলিম, সীমা আক্তার সন্ধি, প্রকৌশলী মো. আব্দুল লতিফ শরিফুল ইসলাম স্বপন মোহাম্মদ নজরুল ইসলাম ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কবি ও গবেষক লায়ন অ্যাডভোকেট আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল অন্যতম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলা একাডেমি লেখক ফোরামের সম্পাদক অধ্যাপক আকবর সিরাজী, বিশিষ্ট কণ্ঠশিল্পী ইকবাল হোসেন, আদিলুর রহমান আকন্দ ইত্তেসাফ প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম