ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
হতাশা দাঁড়িয়ে আছে
কালো দানব হয়ে।
তার চোখে আগুন নেই—
বরফের মতো নিষ্ঠুর, জ্বলজ্বলে শূন্যতা।
সে চেপে ধরে বুক,
ধারালো নখে কেটে দেয় শ্বাস।
রাতের বুকে হাঁসফাঁস ধ্বনি,
কেউ শোনে না—
শুধুই আমার দমবন্ধ আর্তনাদ।
হতাশা খায় আমাকে
টুকরো টুকরো করে;
চিবিয়ে ফেলে স্বপ্ন,
গিলে ফেলে আশা,
ফেলে রাখে কেবল ভাঙা ছায়া।
আমি তার বন্দি—
রক্তশূন্য মুখ, ফ্যাকাশে চোখ,
অন্ধকারের গহ্বরে
ধীরে ধীরে বিলীন হয়ে যাই।

