Logo
Logo
×

সাহিত্য

বিচ্ছেদ সুখ

ফারিহা জেসমিন ইসলাম

ফারিহা জেসমিন ইসলাম

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫২ এএম

বিচ্ছেদ সুখ

প্রতীকী ছবি

দুঃখ দিয়ে ভুলে গেছো 

দুঃখ নেই তাতে

হতেও তো পারতো এরচে বেশি ক্ষতি 

হতে পারতো তুমি ডুবে গেছো 

অথৈ জলে,

পথ হারিয়েছ গহীন কোথাও 

হতে পারতো কোন রেললাইনে, ব্যস্ত সড়কে...

না, না.. 

এ আমি চাই না কখনো ভুলে। 

এরচে বড় শান্তি কিসে

বেঁচে আছি একই আলো বাতাসে মিশে।  

বেঁচে আছি হর্ষ বিষাদে 

বেঁচে আছি অজানা দূরত্বে 

তবুও

হঠাৎ বিষন্ন  অবকাশে

কিছু স্মৃতি ভেসে আসে 

জোছনার  সফেদ স্রোতে 

স্বপ্নেরা পাল তোলে বিপরীতে। 

দুঃখ দিয়ে ভুলে গেছো দুঃখ নেই তাতে

কখনো কখনো অনন্ত সুখের এই অনন্ত বিচ্ছেদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম