Logo
Logo
×

গণমাধ্যম

যুগান্তর ও ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

যুগান্তর ও ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর
দৈনিক যুগান্তর ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

শনিবার যুগান্তরের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই ও ফাইল হস্তান্তর হয়। চুক্তিতে স্বাক্ষর করেন দৈনিক যুগান্তরের পক্ষে সম্পাদক আবদুল হাই শিকদার ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন।

এই চুক্তির মাধ্যমে যুগান্তরের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও ফ্যামিলি মেম্বারসহ ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহা. হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল ও সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট) মো. হিরো মিয়া।
 
যুগান্তরের পক্ষে উপস্থিত ছিলেন উপ-সম্পাদক আহমেদ দীপু, এহসানুল হক বাবু ও বিএম জাহাঙ্গীর, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রহমান, সিটি এডিটর মিজান মালিক, প্রধান প্রতিবেদক মাসুদ করিম, যুগ্ম বার্তা সম্পাদক জোহায়ের ইবনে কলিম, ম্যানেজার (এইচআর অ্যাডমিন) মোরশেদ আলম ও মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম