অ্যাটকোর নতুন মহাসচিব হলেন একুশে টিভির আব্দুস সালাম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অ্যাটকোর নতুন মহাসচিব হলেন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম।
সোমবার (১৭ নভেম্বর) অ্যাটকোর ৬৮তম নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মহাসচিব পদে তার দায়িত্ব গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে ওই সভায় অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যালেন ওনার্স (অ্যাটকো) বর্তমান মহাসচিবের অনুপস্থিতি কারণে একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামকে দায়িত্ব দেয়া হয়।
গণমাধ্যমে পাঠানো অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

