Logo
Logo
×

শেষ পাতা

সরকারের ৯০১০ কোটি টাকা ক্ষতি

বিটিআরসির সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিটিআরসির সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সরকারের ৯ হাজার ১০ কোটি টাকা ক্ষতির অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যানসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের বিরুদ্ধে অনুমোদন ছাড়া এবং আইন ও নীতিমালা লঙ্ঘন করে আইজিডব্লিউ অপারেটরদের অবৈধ সুবিধা দিয়ে রাষ্ট্রের এই বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতির অভিযোগ আনা হয়েছে। বুধবার দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

মামলার আসামিরা হলেন-বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস-চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার/চেয়ারম্যান মো. জহুরুল হক, সাবেক কমিশনার মো. রেজাউল কাদের এবং সাবেক কমিশনার মো. আমিনুল হাসান।

দুদক জানায়, ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে নির্ধারিত প্রতি মিনিট আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ছিল ০.০৩ মার্কিন ডলার। কিন্তু অভিযুক্তরা বেআইনিভাবে এই হার কমিয়ে শূন্য দশমিক ১৫ ডলার করে এবং সরকারের রেভিনিউ শেয়ার শতকরা ৫১ দশমিক ৭৫ থেকে ৪০ ভাগে নামিয়ে আনেন। একইভাবে আইজিডব্লিউ অপারেটরদের শেয়ার শতকরা ১৩ দশমিক ২৫ থেকে বাড়িয়ে ২০ পার্সেন্ট করা হয় এবং এই সুবিধা পরীক্ষামূলক সময় শেষ হওয়ার পরও আরও ২৮ মাস অবৈধভাবে বহাল রাখা হয়।

এর ফলে সরকারের মোট আর্থিক ক্ষতি দাঁড়ায় ৯ হাজার ১০ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে রেভিনিউ শেয়ার কম নেওয়ায় ৩৮৩ কোটি ৭৩ লাখ টাকা, কম রেটে কল আনয়নে ২ হাজার ৯৪১ কোটি ৯৯ লাখ টাকা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বঞ্চিত হওয়া ৫ হাজার ৬৮৫ কোটি ০১ লাখ টাকা সরকারের ক্ষতি হয়।

এই অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪১৮ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম