ডা. তাসনিম জারার পরামর্শ
চোখে অঞ্জনি হলে কী করবেন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০২:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চোখ অত্যন্ত সংবেদনশীল। তাই চোখের যেকোনো সমস্যায় সচেতন হতে হবে। সকালে ঘুম থেকে উঠে দেখছেন চোখ ফুলে লাল হয়ে গেছে, পাতায় ফুসকুড়ির মতো কিছু একটা বের হয়েছে। প্রচণ্ড ব্যথায় চোখ খুলতেই পারছেন না। এছাড়া চোখ দিয়ে পানি পড়া, অনেক সময় পুঁজও হয়ে যায়। এটিকে অঞ্জনি বলা হয়। অনেকেই এই রোগে ভুগে থাকেন।
চোখের অঞ্জনি কেন হয় সেই সম্পর্কে জেনে নিন ডা. তাসনিম জারার কাছ থেকে। তাসনিম জারা যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেছেন, এটি নারীদের স্বাস্থ্য সম্পর্কে গভীর জ্ঞানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়।
অঞ্জনি কেন হয়?
আমাদের চোখে অনেক ক্ষুদ্র তেল গ্রন্থি আছে। বিশেষ করে চোখের পাতার ওপর। মৃত ত্বক, ময়লা বা তেল জমে ওই ছোট ছোট তেল গ্রন্থিগুলোকে বন্ধ করে দেয়। তেল গ্রন্থি বন্ধ হয়ে গেলে তার ভেতরে ব্যাকটেরিয়া জন্ম নেয়, আর তার ফলে অঞ্জনি হয়। এটি চোখের ভেতরে ও বাইরে হতে পারে। যদি চোখে অঞ্জনি হয় তাহলে কী করবেন—
১. একটা পরিষ্কার কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে সেই জায়গাটাতে সেঁক দেবেন ৫ থেকে ১০ মিনিট। দিনে ২ থেকে ৪ বার।
২. তাতে ফোলা কমবে, দ্রুত সেরে উঠতে সাহায্য করবে।
৩. কিন্তু যদি অনেক ফুলে যায়, অনেক ব্যথা করে, চোখে দেখতে সমস্যা হয়, চোখে বা আশেপাশে ইনফেকশন ছড়াচ্ছে এমন মনে হয় অথবা কয়েক সপ্তাহেও না সারে, তাহলে ডাক্তার দেখাবেন।
