Logo
Logo
×

আইটি বিশ্ব

রিভিউ: ‘লিভ রিয়েল ইন এভরি শট’

রিয়েলমি এআই পার্টি ফোন ১৫ প্রো ফাইভজি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রিয়েলমি এআই পার্টি ফোন ১৫ প্রো ফাইভজি

অপেক্ষার প্রহর শেষে, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এসেছে রিয়েলমির জনপ্রিয় নাম্বার সিরিজের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি ১৫ প্রো ফাইভজি। ১২ অক্টোবর উন্মোচিত এ ডিভাইসটি শিক্ষার্থী, গেমার এবং কনটেন্ট ক্রিয়েটরদের মতো সৃজনশীল তরুণদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

প্রথম দেখাতেই এর প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি নজর কাড়ে। অ্যালুমিনিয়াম ফ্রেম এবং কার্ভড ব্যাক ডিজাইন ডিভাইসটিকে স্টাইলিশ এবং আরামদায়ক গ্রিপ প্রদান করেছে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম নিয়ে এসেছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে সনি আইএমএক্স৮৯৬ লেন্সসহ ট্রিপল ৫০ মেগাপিক্সেল এআই রেয়ার ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স বন্ধুবান্ধবের গ্রুপ সেলফি থেকে ব্লগ রেকর্ডিং পর্যন্ত সব মুহূর্তের ডিটেইল ধরবে। কম আলোতেও ইনডোর বা নাইট শটে উজ্জ্বল ও ন্যাচারাল ছবি নিশ্চিত করে। এআই পার্টি মোড এবং এআই এডিট জিনি ফিচার ছবি ও ভিডিও এডিটিংকে সহজ এবং দ্রুততর করেছে। ভয়েস কমান্ড ব্যবহার করেই জীবনকে আরও সৃজনশীল করা সম্ভব।

ভিডিও প্রিয় ব্যবহারকারীদের জন্য, ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা ৪কে ৬০ এফপিএস ভিডিও রেকর্ডিং সমর্থন করে। ভারী ব্যবহারের জন্য ডিভাইসে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা সারা দিন চার্জ নিশ্চিত করে। পাশাপাশি ৮০ ওয়াট সুপারভুক আলট্রা-ফাস্ট চার্জিং ফোনকে কয়েক মিনিটেই পরবর্তী কয়েক ঘণ্টার ব্যবহারের জন্য প্রস্তুত করে। পারফরম্যান্সেও রিয়েলমি ১৫ প্রো ফাইভজি অসাধারণ। এতে ব্যবহৃত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট এবং অ্যাড্রেনো জিপিইউ ১১৫০ মেগাহার্জ ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা দেয়। ২৫০০ হার্জ ইনস্ট্যানটেনিয়াস টাচ রেসপন্স এবং জিটি বুস্ট হাই-ফ্রেম গেমিং নিশ্চিত করে। ভিসি কুলিং সিস্টেমের সাহায্যে দীর্ঘ গেমিং সেশনেও ডিভাইস ঠান্ডা থাকে, যাতে পারফরম্যান্সে কোনো বাধা না আসে।

ডিভাইসটির ডিউরেবল ডিজাইন কোরনিং গরিলা গ্লাস, আর্মরশেল প্রোটেকশন এবং ওচ৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স দিয়ে সম্পন্ন হয়েছে। ৬.৮ ইঞ্চি হাইপারগ্লো ৪ডি কার্ভ+ ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ২৮০০দ্ধ১২৮০ রেজ্যুলেশন এবং ৯৪শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করে।সবমিলিয়ে, রিয়েলমি ১৫ প্রো ফাইভজি প্রিমিয়াম ডিজাইন, আল্ট্রা স্মুথ ডিসপ্লে, অনন্য গেমিং পারফরম্যান্স এবং এআই-সক্ষম ক্যামেরা সমন্বয়ে এক সম্পূর্ণ সৃজনশীল ও প্রযুক্তিপ্রেমি ফোন। ফ্লোয়িং সিলভার এবং ভেলভেট গ্রিন (লেদার ব্যাক) রঙে পাওয়া এ ডিভাইসটির দাম ৫৯,৯৯৯ টাকা, যা প্রতিদিনের কাজ, হেভি গেমিং এবং মাল্টিটাস্কিংয়ে এক নিখুঁত সঙ্গী। রিয়েলমি ১৫ প্রো ফাইভজি এখন সৃজনশীল তরুণদের জন্য বাংলাদেশে অন্যতম কাঙ্ক্ষিত স্মার্টফোন। প্রতিটি মুহূর্ত ধরে রাখা হোক, গেমিং হোক বা কনটেন্ট ক্রিয়েশন। এটি আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম