Logo
Logo
×

মোবাইল

স্মার্টফোনে ফাস্ট চার্জিং কি আসলেই বিপজ্জনক?

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

স্মার্টফোনে ফাস্ট চার্জিং কি আসলেই বিপজ্জনক?

বর্তমানে বেশিরভাগ ফোনেই আছে ফাস্ট চার্জিং প্রযুক্তি

বর্তমান সময়ে প্রায় সব স্মার্টফোনে ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ৩০ ওয়াট থেকে ১০০ ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে। এমনকি পাঁচ মিনিটের মধ্যে ৫০ শতাংশ চার্জ নেওয়া সম্ভব এমন ফোনও বর্তমানে বাজারে আছে। অনেকেই দ্রুত চার্জিং দেখে ভাবেন, এতে ফোন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হতে পারে। কিন্তু বাস্তবে এমন সম্ভাবনা খুবই কম।

স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এর মূল কারণ হল আয়নের চলাচলে তাপ সৃষ্টি এবং সময়ের সঙ্গে ইলেকট্রোলাইটে লবণ ক্রিস্টাল জমে যাওয়া, যা চার্জ ধরে রাখার ক্ষমতা কমায়। দীর্ঘ সময় ধরে অতিরিক্ত গরম বা দ্রুত চার্জিং করলে এই প্রক্রিয়া আরও দ্রুত হতে পারে।

তবে আধুনিক ফোনগুলোতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহৃত হয় যাতে ঝুঁকি কমানো যায়। যেমন—হিট শিল্ড, থার্মাল লেয়ার, কুলিং পাইপ, ফ্যান যুক্ত গেমিং ফোন। এছাড়া অ্যাডাপটিভ চার্জিং, মাল্টি-স্টেজ চার্জিং এবং নতুন চার্জিং প্রোটোকলের মাধ্যমে ব্যাটারির সুরক্ষা নিশ্চিত করা হয়। ফোন পুরো চার্জ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ করে।

ফলে বলা যায়, দীর্ঘ সময় ধরে অত্যন্ত উচ্চ ক্ষমতায় চার্জ দিলে তাপ বৃদ্ধি পায় এবং ব্যাটারি কিছুটা দ্রুত পুরোনো হতে পারে। তবে আধুনিক ফোনের নিরাপত্তা ব্যবস্থা থাকায় গুরুতর ক্ষতির সম্ভাবনা খুবই কম।

ব্যাটারি ভালো রাখতে যা করতে পারেন

> ফোনকে বেশি গরম হতে দেবেন না

> সব সময় ১০০ শতাংশ চার্জে রাখবেন না

> দ্রুত চার্জিং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন

> দীর্ঘ সময় রোদ বা গাড়িতে রাখবেন না।

সূত্র- পিসি ম্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম