এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন, রাস্তা ব্লক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার দাবিতে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান দীর্ঘদিন উপেক্ষিত থাকায় কঠোর অবস্থান নিতে শুরু করেছেন দেশের মোবাইল ব্যবসায়ীরা।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে যমুনা ফিউচার পার্কসহ দেশের বেশ কয়েকটি মোবাইল মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর যমুনা ফিউচার পার্ক শাখা।
সংগঠনের নেতারা জানান, এনইআইআর বাস্তবায়নের অসংগতির কারণে আমদানি করা মোবাইল ফোন বাজারে বিক্রির ক্ষেত্রেই বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হবেন ২৫ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী।
মঙ্গলবার দুপুর ১টায় রাজশানীর কুড়িল বিশ্বরোডে যমুনা ফিউচার পার্কের সামনে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা মানববন্ধন করেন। মানববন্ধন থেকে পরিস্থিতি পর্যালোচনা করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এমবিসিবি সভাপতি হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে আমরা এনইআইআর সংক্রান্ত জটিলতা সমাধানে সরকারের সঙ্গে আলোচনার অনুরোধ করে আসছি। কিন্তু কোনো সাড়া পাইনি। ফলে ব্যবসায়ীরা দিশেহারা। বাধ্য হয়েই আমরা দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আজাদ বলেন, আমদানি করা ফোন এনইআইআর–এর কারণে বাজারে বিক্রি করতে না পারা—এটা চরম অবিচার। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের জরুরি হস্তক্ষেপ না হলে শত শত দোকানদার পথে বসবে।
ব্যবসায়ীরা জানান, এনইআইআর বাস্তবায়নের ক্ষেত্রে নীতিগত অসংগতি ও কারিগরি ত্রুটির কারণে বাজারে বৈধ ফোন বিক্রিতে বাধা সৃষ্টি হচ্ছে। অথচ সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য বারবার অনুরোধ করলেও দায়িত্বশীল সংস্থাগুলো কোনো পদক্ষেপ নেয়নি।
এদিকে মোবাইল মার্কেট বন্ধের কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মার্কেটগুলোর সামগ্রিক পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় আরও জটিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন,“দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

