Logo
Logo
×

জাতীয়

কৃষিবিদ কাজী জয়নুল আবেদিন আর নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০৫ পিএম

কৃষিবিদ কাজী জয়নুল আবেদিন আর নেই

কৃষিবিদ কাজী এএফএম জয়নুল আবেদিন

গ্রুপ কিউএ-এর কর্ণধার, বিশিষ্ট কৃষিবিদ কাজী এএফএম জয়নুল আবেদিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৩০ নভেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটের সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। 

তার মৃত্যুতে গ্রুপ কিউএ পরিবার গভীরভাবে শোকাহত। কৃষিবিদ কাজী এএফএম জয়নুল আবেদিন ছিলেন একজন দূরদর্শী নেতা, অনুপ্রেরণাদাতা এবং আমাদের প্রতিষ্ঠানের অভিভাবক। কৃষি এবং ব্যবসায় তার অসামান্য অবদান এবং দিকনির্দেশনা আমরা চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। তার প্রয়াণ মরহুমের পরিবারসহ সমগ্র প্রতিষ্ঠানের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি— তিনি যেন মরহুমের সব ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। আমিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম